শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনিয়ন পর্যায়ে এ্যাম্বুলেন্স “স্বপ্নযাত্রা” এর উদ্বোধন

জহিরুল ইসলাম : [২] প্রধানমন্ত্রীর স্বপ্ন “আমার গ্রাম, আমার শহর” বাস্তবায়নে লক্ষ্মীপুরে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ‘স্বপ্নযাত্রা’ নামে অনলাইন এ্যাম্বুলেন্স সার্ভিস ও এ্যাপস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মেঘনা উপকূলীয় এলাকার চর বাদাম ইউনিয়নের একটি রেস্তোরায় সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

[৩] জেলা প্রশাসন, এলজিএসপি-৩ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর এ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত হোসেন, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসীম প্রমুখ।

[৪] জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, এলজিএসপি-৩ কর্মসূচীর আওতায় ১১ লক্ষ টাকা, স্থানীয় এমপির ২ লক্ষ ৫০ হাজার টাকা, লক্ষ্মীপুর জেলা প্রশাসকের ১ লক্ষ টাকা এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এ এ্যাম্বুলেন্সটি ২১ লক্ষ ৭৪ হাজার টাকায় ক্রয় করা হয়।

[৫] অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, এ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। আমরা আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের যে লক্ষ্য ছিল সেটিও পূরণ হবে। অচিরেই জেলার ৫৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে ‘স্বপ্নযাত্রা’ এর কার্যক্রম শুরু করা হবে। চলতি বছর ১২টি ইউনিয়নে এ্যাম্বুলেন্স ও এ্যাপস চালুর প্রক্রিয়া শেষের পথে রয়েছে বলেও জানান তিনি। উবার ও পাঠাওয়ের ন্যায় কল করে সার্ভিস চার্জ দিয়ে এ সেবা পাবেন স্থানীয় জনগণ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়