শাহাজাদা এমরান : [২] কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় র্যাবের হাতে আটক হয় ২ চোরাকারবারী। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে।
[৩] র্যাব কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনএ কথা নিশ্চিত করেছেন।
[৪] র্যাব-১১, সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার দুপুরেকুমিল্লারচান্দিনাউপজেলার মহিচাইলএলাকায়বিশেষ অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানের ভিতরে সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় নগদ টাকাসহ ২জনকেহাতেনাতে গ্রেফতার করা হয়।
[৫] গ্রেফতারকৃতরা হলো, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার হরিণতোয়া গ্রামের মোঃ আমিরুজ্জামানের ছেলে মোঃ আজিজ (২৫) এবংকক্সবাজার জেলার চকরিয়া থানার ইসলামনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ জায়নাল আবেদিন (২১)। এ সময় ১৪০ টি সিলিন্ডারসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।