শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পাঁচ স্কুলছাত্রীর টিকটিক ভিডিও নিয়ে বিব্রত অভিভাবকরা

শাহাজাদা এমরান: [২] জেলার একটি নামী স্কুলের ক্লাস রুমে পাঁচ ছাত্রীর টিকটিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে তোলপাড় শুরু হয়।

[৩] এতে শিক্ষক,অভিভাবকসহ অন্যান্য শিক্ষার্থীরাও বিব্রতবোধ করেন। নৈতিকতাবোধ জাগ্রত করা এমন একটি স্কুলের শিক্ষার্থীরা কাজটি করায় সমালোচনা হচ্ছে সর্বত্র। টিকটিক ভিডিও করা সবাই এসএসসি পরীক্ষার্থী।

[৪] ভিডিওতে দেখা যায়, ছাত্রীদের পরনে স্কুল ড্রেস, চোখে কালো চশমা। শ্রেণিকক্ষে এমন পোশাকে হিন্দি গানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি করে নাচছে পাঁচ ছাত্রী। এরা স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ওই ভিডিও তৈরি করেছেন।

[৫] তাদের বানানো এক মিনিট ২০ সেকেন্ডের সেই টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

[৬] ভিডিওটির কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, কুমিল্লার একটি নৈতিক শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে ‘ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ’ সবার কাছে পরিচিত। সেখানে এমন ভিডিও বানানো মানা যায় না। এটি অন্যান্য শিক্ষার্থীদের জন্য খারাপ বার্তা দেবে।

[৭] এ বিষয়ে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিষয়টি নিয়ে আমি খুব বিব্রত। ওই পাঁচ ছাত্রীর অভিভাবককে ডেকে সর্বোচ্চ সতর্ক করেছি। আগামীতে তারা এমন কাজ করলে স্কুল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

[৮] এ বিষয়ে একাধিক অভিভাবকের সাথে কথা বললে জানা যায়, অভিভাবক হিসেবে মেয়েদের এহেন আচরণ মেনে নেয়া যায় না। এ বিষয়ে আমাদের সবারই আরো সতর্ক থাকতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়