শিরোনাম
◈ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আহ্বান, না মানলে কঠোর ব্যবস্থা: বিএনপি ◈ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনের হিড়িক ◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পাঁচ স্কুলছাত্রীর টিকটিক ভিডিও নিয়ে বিব্রত অভিভাবকরা

শাহাজাদা এমরান: [২] জেলার একটি নামী স্কুলের ক্লাস রুমে পাঁচ ছাত্রীর টিকটিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে তোলপাড় শুরু হয়।

[৩] এতে শিক্ষক,অভিভাবকসহ অন্যান্য শিক্ষার্থীরাও বিব্রতবোধ করেন। নৈতিকতাবোধ জাগ্রত করা এমন একটি স্কুলের শিক্ষার্থীরা কাজটি করায় সমালোচনা হচ্ছে সর্বত্র। টিকটিক ভিডিও করা সবাই এসএসসি পরীক্ষার্থী।

[৪] ভিডিওতে দেখা যায়, ছাত্রীদের পরনে স্কুল ড্রেস, চোখে কালো চশমা। শ্রেণিকক্ষে এমন পোশাকে হিন্দি গানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি করে নাচছে পাঁচ ছাত্রী। এরা স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ওই ভিডিও তৈরি করেছেন।

[৫] তাদের বানানো এক মিনিট ২০ সেকেন্ডের সেই টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

[৬] ভিডিওটির কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, কুমিল্লার একটি নৈতিক শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে ‘ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ’ সবার কাছে পরিচিত। সেখানে এমন ভিডিও বানানো মানা যায় না। এটি অন্যান্য শিক্ষার্থীদের জন্য খারাপ বার্তা দেবে।

[৭] এ বিষয়ে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিষয়টি নিয়ে আমি খুব বিব্রত। ওই পাঁচ ছাত্রীর অভিভাবককে ডেকে সর্বোচ্চ সতর্ক করেছি। আগামীতে তারা এমন কাজ করলে স্কুল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

[৮] এ বিষয়ে একাধিক অভিভাবকের সাথে কথা বললে জানা যায়, অভিভাবক হিসেবে মেয়েদের এহেন আচরণ মেনে নেয়া যায় না। এ বিষয়ে আমাদের সবারই আরো সতর্ক থাকতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়