শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর ১৩ ইউনিয়নে ৪টিতেই বিদ্রোহী প্রার্থীর জয়

অহিদ মুুকুল : [২] নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান। এর মধ্যে দুইজন সুবর্ণচরে ও দুইজন হাতিয়ায় জয়ী হন।

[৩] এ ছাড়া বাকি ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

[৪] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্ব স্ব নির্বাচন কর্মকর্তার কার্যালয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করেছেন।

[৫] সুবর্ণচরে বিজয়ী প্রার্থীরা হলেন, চর ওয়াপদা ইউনিয়নে আবদুল মান্নান (নৌকা), চরবাটায় আমিনুল ইসলাম ওরফে রাজিব (নৌকা), পূর্ব চরবাটায় আবুল বাশার মঞ্জু (নৌকা), চর আমান উল্যাহ অধ্যাপক বেলায়েত হোসেন (নৌকা), চর ক্লার্কে আবুল বাশার ডিপটি (আওয়ামী লীগের বিদ্রোহী), মোহাম্মদপুরে মহি উদ্দিন চৌধুরী (আওয়ামী লীগের বিদ্রোহী)।

[৬] সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৬টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকের ৪ জন ও স্বতন্ত্র ২ জন বেসরকারিভাবে জয়ী হন।

[৭] অপরদিকে হাতিয়ার ৭ জন বিজয়ী প্রার্থী হলেন- চরকিং ইউপিতে মহিউদ্দিন আহমেদ (নৌকা), চর ইশ্বরে মো. আলাউদ্দিন আজাদ (নৌকা), তমরুদ্দিতে মো. রাশেদ উদ্দিন (নৌকা), সোনাদিয়ায় মেহেদী হাসান (নৌকা), নিঝুম দ্বীপে নুুুরুল আফছার দিনাজ (নৌকা), বুড়িরচরে ফখরুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী) ও জাহাজমারায় মাসুুম বিল্লাহ (আওয়ামী লীগের বিদ্রোহী)।

[৮] হাতিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫টি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়