এফ এ নয়ন: [২] গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর সাকিনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
[৩] জানা যায়, সোমবার ২০-৯-২০২১ ইং জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউপি এলাকার ভবানীপুর সাকিনে ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোডে, অজ্ঞাত নামা পুরুষ ব্যক্তি, বয়স আনুমানিক (৫০)এর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। উক্ত ব্যক্তির মরদেহ উদ্ধার পূর্বক জয়দেবপুর থানা পুলিশ, সুরতহাল শেষে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের উদ্দেশ্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
[৪] এবিষয়ে, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন বলেন মরদেহ শনাক্ত করার জন্য একটি হটলাইন নাম্বার দেয়া হয়েছে। কেউ যদি পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে ০১৩২০০৯২৩৭১ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।