রাকিবুল আবির: [২] রোববার দক্ষিণ আফ্রিকার ফাউন্ডেশন ফর দ্য কনজারভেশন অফ কোস্টাল বার্ডস জানায়, মৌমাছির কামড়ে প্রাণ হারিয়েছে বিপন্ন প্রজাতির ৬৩টি পেঙ্গুইন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের বাইরের একটি সমুদ্র সৈকতে। এনডিটিভি
[৩] সংস্থাটি জানায়, কেপটাউনের কাছাকাছি সাইমন্স শহরে মৃত অবস্থায় আবিষ্কার করা হয় পেঙ্গুইনগুলোকে। পরে সেগুলোকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর জানা যায়, মৌমাছির কামড়েই মারা গেছে এই পেঙ্গুইনগুলো। ঘটনাস্থলে কয়েকটি মৃত মৌমাছিও লক্ষ্য করা গেছে।
[৪] সংস্থাটি আরো জানায়, এটি একটি বিরল ও আকস্মিক ঘটনা। এধরনের ঘটনা সবসময় ঘটে না।
[৫] সাইমন্স অঞ্চলটি পেঙ্গুইনের একটি আবাসস্থল। তেমনি প্রকৃতিগতভাবে মৌমাছিদেরও আবাসস্থল। এটি জীববৈচিত্রেরই একটি অংশ।