শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৮ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলায় ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় নারী নিহত

ডেস্ক রিপোর্ট : এ সময় আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন, বর্তমান মেম্বর ও মেম্বর প্রার্থী মতিয়ার রহমান মোড়ল, বোরহান শেখ (৩৫), ইস্রাফিল শেখ (২৭) ও আউয়াল মোড়ল (৪০)। দেশরুপান্তর

পুলিশ ও নিহতের স্বজন মহসিন এবং মোয়াজ্জেম মোড়ল জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপাই গ্রামের মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর মতিয়ার রহমান মোড়লের (৬০) ওপর রবিবার রাত সাড়ে ৮টার দিকে হামলায় চালায় অপর মেম্বর প্রার্থী শফিকুল শেখের (৩৫) লোকজন। এ সময় শফিকুলের লোকজনের হামলায় ঘটনাস্থলেই মারা যান ফাতেমা বেগম (৬৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর আমরা ফাতেমা বেগমকে মৃত পাই।

তিনি বলেন, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

মতিয়ার মেম্বর বলেন, আমার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ও তার লোকজন। এতে আমার একজন সমর্থক নারী নিহত ও আমিসহ চারজন আহত হয়েছি।

এ ঘটনায় প্রতিপক্ষ সফিকুল শেখ বলেন, মতিয়ার মেম্বর টাকা বিলি করছিল, তখন আমরা তাকে বাধা দিই। আর যিনি মারা গেছেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আসেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল।

মোংলা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে, তবে কীভাবে মারা গেছে তা ডাক্তার বলবে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়