শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৮ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলায় ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় নারী নিহত

ডেস্ক রিপোর্ট : এ সময় আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন, বর্তমান মেম্বর ও মেম্বর প্রার্থী মতিয়ার রহমান মোড়ল, বোরহান শেখ (৩৫), ইস্রাফিল শেখ (২৭) ও আউয়াল মোড়ল (৪০)। দেশরুপান্তর

পুলিশ ও নিহতের স্বজন মহসিন এবং মোয়াজ্জেম মোড়ল জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপাই গ্রামের মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর মতিয়ার রহমান মোড়লের (৬০) ওপর রবিবার রাত সাড়ে ৮টার দিকে হামলায় চালায় অপর মেম্বর প্রার্থী শফিকুল শেখের (৩৫) লোকজন। এ সময় শফিকুলের লোকজনের হামলায় ঘটনাস্থলেই মারা যান ফাতেমা বেগম (৬৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর আমরা ফাতেমা বেগমকে মৃত পাই।

তিনি বলেন, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

মতিয়ার মেম্বর বলেন, আমার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ও তার লোকজন। এতে আমার একজন সমর্থক নারী নিহত ও আমিসহ চারজন আহত হয়েছি।

এ ঘটনায় প্রতিপক্ষ সফিকুল শেখ বলেন, মতিয়ার মেম্বর টাকা বিলি করছিল, তখন আমরা তাকে বাধা দিই। আর যিনি মারা গেছেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আসেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল।

মোংলা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে, তবে কীভাবে মারা গেছে তা ডাক্তার বলবে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়