শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৯ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩ ঘণ্টা পর রাজধানীর সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক

শাহীন খন্দকার : [২] উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ও লাহিড়ী মোহনপুর স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ৩২ নম্বর সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। উল্লাপাড়া প্রতিনিধি সমীর রায় প্রেরিত তথ্যে আরো জানা যায়, ইঞ্জিন বিকল হওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনটিকে বিকেল ৩টার দিকে আরেক ইঞ্জিনের সাহায্যে উল্লাপাড়া স্টেশনের ২ নম্বর লাইনে নিয়ে রাখা হয়। রোববার বিকালে উল্লাপাড়া রেল স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইঞ্জিন বিকল হওয়ায় রংপুর এক্সপ্রেস ট্রেন সরিয়ে নেওয়ায় পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টার দিকে রুটটিতে ট্রেন চলাচল সচল হয়। এর আগে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে দুপুর ১টার দিকে উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের মাঝামাঝিতে ৩২নং ব্রিজ এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

[৪] কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া ট্রেনটি সড়িয়ে উল্লাপাড়া স্টেশনের ২ নম্বর লাইনে নিয়ে রাখা হয়। রুট সচল হওয়ার পর আবার উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়ের সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়