রাকিবুল আবির: [২] ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং পদত্যাগ করেছেন। শনিবার রাজ্যের রাজভবনে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ইন্ডিয়া টুডে
[৩] আর মাত্র কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর ঠিক তার আগ মুহুর্তেই পদত্যাগ করলেন অমরেন্দ্র সিং।বিজনেস স্ট্যান্ডার্ড
[৪] পদত্যাগের পর অমরেন্দ্র সিং বলেন, শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার পর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। কংগ্রেসের এই নেতা বলেন, আমি ৫২ বছর ধরে রাজনীতি করছি। সাড়ে ৯ বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থেকেছি। কিন্তু যেভাবে রাজনীতি চলছে, তাতে আমি চূড়ান্ত অপমানিত ও অসম্মানিত বোধ করছি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।
[৫] এদিকে অমরেন্দ্র সিংয়ের পদত্যাগের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয় আরেক কংগ্রেস নেত্রী আম্বিকা সোনিকে। তবে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। এনডিটিভি
[৬] তিনি বলেন, শুধুমাত্র একজন আদর্শ শীখ নেতাই মুখ্যমন্ত্রীর পদ পাওয়ার যোগ্যতা রাখে, আমি নেই।