শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবিতে নিজের মেয়ের গানের শুটিং করাতে এসেছিলেন মাশরাফি

রাহুল রাজ :[২] জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা অনেক দিন পর পা রাখলেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রিয় প্রাঙ্গণে ফিরে স্মৃতিকাতর হয়ে পড়লেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল এই অধিনায়ক।

[৩]৩৭ বছর বয়সী মাশরাফী অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন। তাই মিরপুরের হোম অব ক্রিকেটের সঙ্গে তার একরকম দূরত্বই তৈরি হয়েছিল।

[৪]শনিবার সেই দুরত্ব ঘুচল। দুই সন্তানকে নিয়ে মিরপুরের ঘাসে পা পড়ল তার। মেয়ে হুমায়রা মোর্ত্তজা ও ছেলে সাহেল মোর্ত্তজাকে নিয়ে এদিন মিরপুর ঘুরে যান মাশরাফী। সামনে বিসিবি নির্বাচন, তার আগ মুহুর্তে মাশরাফির আগমনকে অনেকেই ভিন্ন কিছুর ইঙ্গিত মনে করছে। তবে জানা গেছে, মাশরাফী এদিন বিসিবিতে এসেছিলেন অন্য কাজে।

[৫]আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় সংগীতের ফুটেজ ধারণে আরো কয়েকজন শিশুর সঙ্গে অংশ নিয়েছেন মাশরাফীর মেয়ে হুমায়রা। মেয়েকে নিয়েই এসেছিলেন প্রিয় আঙিনায়।

[৬]পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাশরাফী। বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক লিখেছেন, ‘ যেখানকার আমি অংশ, সেখানে অনেক দিন পর। খুব সতেজ লাগছে, অনেক স্মৃতি ঘুরছে মাথার ভেতর।’

[৭]গত বছর শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরে যান মাশরাফী। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে তিনি। ঘরোয়া ক্রিকেটেও তাকে সবশেষ দেখা গেছে গত বছরের ডিসেম্বরে। জেমকন খুলনার হয়ে খেলেছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়