শিরোনাম
◈ ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থীই যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি ◈ ৭০ হাজার ছাড়ালো এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ◈ জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করতে সরকার চালু করল ‘গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম’ ◈ নাজমুল হো‌সেন শান্ত আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ◈ নতুন উপদেষ্টা পরিষদ নিয়ে তথ্য দিলেন সেই ভুয়া এফবিআই কর্মকর্তা (ভিডিও) ◈ আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান, দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: আমীর খসরু ◈ আ.লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করার আহ্বান জানালেন বিএনপি নেতা আলাল (ভিডিও) ◈ ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের ◈ আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, বিভ্রান্তি সৃষ্টিকারীদের থেকে সাবধান থাকতে হবে’ — সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ১ হাজার সিসি বৈদ্যুতিক গাড়ির কর মওকুফ

রাশিদ রিয়াজ : পাকিস্তানে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাড়ে ৮শ সিসি পর্যন্ত গাড়ির দাম কমবে বড় কর ছাড়ের কারণে। এবার ১০০০ সিসি পর্যন্ত গাড়ির কর মওকুফ করেছে দেশটির সরকার। দুই চাকার, তিন চাকার, এবং ভারী বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহনের (ইভি) উপর কোন রেজিস্ট্রেশন ফি ও কর লাগবে না। চার চাকার ইভি’র জন্য নতুন অটো ডেভেলপমেন্ট পলিসি এবং ইভি পলিসি প্রণয়ন করা হচ্ছে পাকিস্তানে। ডন

এছাড়া ৫০ কিলোওয়াট পর্যন্ত ব্যাটারি প্যাক এবং হালকা বিপণনযোগ্য অটোমোবাইল সঙ্গে স্থানীয়ভাবে ১৫০% থেকে ১% পর্যন্ত যাত্রী গাড়ির জন্য সাধারণ সেলস ট্যাক্স (জিএসটি) ১৭ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। একইভাবে পাকিস্তানে তৈরি গাড়ি ও আমদানিকৃত ১৮শ সিসি হাইব্রিড গাড়ির ওপর সাড়ে ৮ শতাংশ জিএসটি নির্ধারণ করা হয়েছে। ১৮’শ সিসি থেকে ২৫শ সিসি গাড়ির ক্ষেত্রে জিএসটি ধরা হয়েছে ১২.৭৫ শতাংশ। স্থানীয়ভাবে সংযোজিত ইভিতে শুণ্য শতাংশ কর বা কোনো কর দিতে হবে না। এসব গাড়ির যন্ত্রাংশ আমদানিতে কোনো কর দিতে হবে না, তবে বৈদ্যুতিক গাড়ির চার্জিং যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশ কর দিতে হবে। পাকিস্তানে সাশ্রয়ী মূল্যে গাড়ি ও স্থানীয় এ শিল্পকে উৎসাহ দিয়ে এ খাতে উৎপাদন বৃদ্ধিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দেশটির অটোমোবাইল নীতিতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। এর ফলে গাড়ি ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হবে। বিশেষ করে দেশটিতে সংযোজন গাড়ি শিল্প বিশেষভাবে লাভবান হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়