শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দুই মেরুতে দুই জোট ◈ আর্জেন্টিনার গোলরক্ষ‌কের বাড়িতে আগুন ও বিস্ফোরণ ◈ ‌টেস্ট ক্রিকে‌টে সাকিব আল হাসান‌কে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল ◈ ডিসি বদলির ঝড়: নির্বাচন সামনে রেখে প্রশাসনে তীব্র টানাপোড়েন ◈ তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান: অস্ট্রেলিয়ান পার্লামেন্টে মোশন ◈ পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন—রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান ইইউর ◈ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: সার্বিক প্রস্তুতি সম্পন্ন—স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ২১ ট্রিলিয়ন টাকার ঋণ: রাজস্ব ঘাটতি ও বড় প্রকল্পে চাপ বাড়ছে ◈ আমাদের ওপর দাদাগিরি বন্ধ করেন: ভারত সরকারকে মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ১ হাজার সিসি বৈদ্যুতিক গাড়ির কর মওকুফ

রাশিদ রিয়াজ : পাকিস্তানে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাড়ে ৮শ সিসি পর্যন্ত গাড়ির দাম কমবে বড় কর ছাড়ের কারণে। এবার ১০০০ সিসি পর্যন্ত গাড়ির কর মওকুফ করেছে দেশটির সরকার। দুই চাকার, তিন চাকার, এবং ভারী বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহনের (ইভি) উপর কোন রেজিস্ট্রেশন ফি ও কর লাগবে না। চার চাকার ইভি’র জন্য নতুন অটো ডেভেলপমেন্ট পলিসি এবং ইভি পলিসি প্রণয়ন করা হচ্ছে পাকিস্তানে। ডন

এছাড়া ৫০ কিলোওয়াট পর্যন্ত ব্যাটারি প্যাক এবং হালকা বিপণনযোগ্য অটোমোবাইল সঙ্গে স্থানীয়ভাবে ১৫০% থেকে ১% পর্যন্ত যাত্রী গাড়ির জন্য সাধারণ সেলস ট্যাক্স (জিএসটি) ১৭ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। একইভাবে পাকিস্তানে তৈরি গাড়ি ও আমদানিকৃত ১৮শ সিসি হাইব্রিড গাড়ির ওপর সাড়ে ৮ শতাংশ জিএসটি নির্ধারণ করা হয়েছে। ১৮’শ সিসি থেকে ২৫শ সিসি গাড়ির ক্ষেত্রে জিএসটি ধরা হয়েছে ১২.৭৫ শতাংশ। স্থানীয়ভাবে সংযোজিত ইভিতে শুণ্য শতাংশ কর বা কোনো কর দিতে হবে না। এসব গাড়ির যন্ত্রাংশ আমদানিতে কোনো কর দিতে হবে না, তবে বৈদ্যুতিক গাড়ির চার্জিং যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশ কর দিতে হবে। পাকিস্তানে সাশ্রয়ী মূল্যে গাড়ি ও স্থানীয় এ শিল্পকে উৎসাহ দিয়ে এ খাতে উৎপাদন বৃদ্ধিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দেশটির অটোমোবাইল নীতিতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। এর ফলে গাড়ি ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হবে। বিশেষ করে দেশটিতে সংযোজন গাড়ি শিল্প বিশেষভাবে লাভবান হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়