শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৭ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডকে দেখে নেব, হুমকি রমিজের, ইংল্যান্ডও বেঁকে বসেছে পাক সফর নিয়ে

রাশিদুল ইসলাম : [২] একেবারে শেষ মুহূর্তে নিউজিল্যান্ড বেঁকে বসেছে পাকিস্তান সফর নিয়ে। সেই কারণেই বাতিল সফর। এতে করেই আরও চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের চেয়ারম্যান রমিজ রাজা রীতিমতো তোপ দেগে বলেছেন, ঠিক আছে আমরাও দেখে নেব নিউজিল্যান্ডকে। দি ওয়াল

[৪] রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ান ডের ম্যাচের আগের মুহূর্তে কিউই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা একটি ম্যাচ না খেলেই দেশে ফিরবে। তারা কারণ দেখিয়েছে নিরাপত্তাজনিত সমস্যা। এবং সেই সমস্যার কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও বলে দিয়েছে তারাও পাক সফরে দলকে নাও পাঠাতে পারে।

[৫] ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর থেকে চলে আসার বিষয়টি খতিয়ে দেখছি আমরা। আমরা নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ রাখছি, যারা পাকিস্তানে আছে তারা পরিস্থিতিটা ভাল বলতে পারবে। তারপর ইসিবি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে, সফরটি হবে কি না।

[৬] নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সরকারের কাছ থেকে তারা পাকিস্তানে নিরাপত্তা হুমকি বেড়ে যাওয়ার সতর্কতা পেয়েছে। এমনকি বোর্ডের নিরাপত্তা কর্মকর্তারাও নিষেধ করেছেন সফর বাতিলের জন্য।

[৭] এমনকি সফরকারীদের আশ্বস্ত করতে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের সঙ্গে, কিন্তু তাতেও কাজ হয়নি।

[৮] কিউইদের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা। সফর স্থগিতের বিষয়টি নিয়ে আইসিসির কাঠগড়ায় নিউজিল্যান্ডকে দাঁড় করানো হবে, এমন হুমকিই দিলেন তিনি। টুইটে রমিজ লিখেছেন, একটা অশুভ দিন, আমাদের সমর্থক এবং খেলোয়াড়দের জন্য দুঃখ হচ্ছে। নিরাপত্তার হুমকির কথা বলে একতরফাভাবে সফর রেখে চলে যাওয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন তা আগে জানানোও হয় না। নিউজিল্যান্ড মূর্খের স্বর্গে বাস করছে, আইসিসি আর কবে এসব বিষয় দেখবে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়