শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরপুরে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক গুরুত্বর আহত-২

মো. মশিউর রহমান: [২] পিরোজপুরের নাজিরপুরে গোপালগঞ্জ হাইওয়ে মহা সড়কের পাতিলাখালী নামক ষ্ট্যান্ডে গতকাল ১৭ ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় পিরোজপুর থেকে আসা লোকালগাড়ী টাঙ্গাইল জ-০৪-০১-৫১ এর সঙ্গে তিন কিশোরের একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

[৩] জানা গেছে তিন বন্ধু মিলে মোটর সাইকেলে ঘুরতে বের হয়েছিল বিকেল বেলা। নাজিরপুর সদর বাজারের ব্যবসায়ী হযরত আলী খলিফার ছেলে মেহেদী (১৬) নামক কিশোর হাফেজি মাদ্রাসার ছাত্র। ঐ কিশোর মোটর সাইকেল ড্রাইভ করাকালীন মহাসড়কে ঢাকা থেকে আগত ধ্রুতগামী পরিবহন ওভারটেক করে যাওয়ার সময় ঐ লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

[৪] এ সময় ঐ মোটর সাইকেলে থাকা আরো দুইকিশোর সাতকাছিমা গ্রামের ছিদ্দিক শেখ এর পুত্র সবুজ (১৫) ও শাঁখারীকাঠী গ্রামের আক্কাস মল্লিকের ছেলে রাকিব (১৭) গুরুত্বর আহত হয়। উপস্থিত লোকজন আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের আশঙ্খা জনক অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ১৮ ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১০ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী মৃত্যুবরণ করে। অপরদিকে সবুজ ও রাকিবের অবস্থা আশঙ্খাজনক।

[৫] এ ঘটনায় নাজিরপুর থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে এবং দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও বাস হেফাজতে নেয়। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়