শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর পদ্মার ১৮ কেজি ওজনের কাতলা বিক্রি হলো ২৫ হাজার টাকায়

ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ।

[৩] শ‌নিবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে পদ্মানদীর জেলে গুরুদেব হলদারের জালে মাছটি ধরা পড়ে।

[৪] জেলে গুরুদেব হালদার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে অবস্থিত মৎস আড়তে নিয়ে আসলে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাটে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মলিক মোঃ চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪০০ টাকা ৮০ টাকায় মাছটি কিনেন।

[৫] এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমানো হয় উৎসুক জনতা। পড়ে মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে মাছ‌টি রশি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়।

[৬] ঘা‌টের মাছা ব্যবসায়ি মোঃ চান্দু মোল্লা বলেন, সকালে ঘাট এলাকায় আসলেই দেখি একটি বড় রুই মাছ‌টি বাজা‌রে নিলামে উঠছে। পদ্মার কাতল মাছের অনেক চাহিদা। আমি ব্যবসার জন্য মাছ‌টি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪০০ টাকা ৮০ টাকা কিনে নেই। মাছটি বিক্রির জন্য এখন আমি মুঠোফোন ঢাকার বড় বড় ব্যবসায়ী সঙ্গে যোগাযোগ করছি। সামান্য লাভ হলে বিক্রি করে দিবো।

[৭] এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান ভারপ্রাপ্ত বলেন, এ মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও এখন মাঝে মধ্যেই বড় বড় ধর‌ণের রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় মাছ জে‌লে‌দের জা‌লে ধরা প‌রে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়