শিরোনাম
◈ জামায়াত জোটে ভাঙন, কার ক্ষতি হলো ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর পদ্মার ১৮ কেজি ওজনের কাতলা বিক্রি হলো ২৫ হাজার টাকায়

ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ।

[৩] শ‌নিবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে পদ্মানদীর জেলে গুরুদেব হলদারের জালে মাছটি ধরা পড়ে।

[৪] জেলে গুরুদেব হালদার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে অবস্থিত মৎস আড়তে নিয়ে আসলে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাটে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মলিক মোঃ চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪০০ টাকা ৮০ টাকায় মাছটি কিনেন।

[৫] এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমানো হয় উৎসুক জনতা। পড়ে মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে মাছ‌টি রশি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়।

[৬] ঘা‌টের মাছা ব্যবসায়ি মোঃ চান্দু মোল্লা বলেন, সকালে ঘাট এলাকায় আসলেই দেখি একটি বড় রুই মাছ‌টি বাজা‌রে নিলামে উঠছে। পদ্মার কাতল মাছের অনেক চাহিদা। আমি ব্যবসার জন্য মাছ‌টি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪০০ টাকা ৮০ টাকা কিনে নেই। মাছটি বিক্রির জন্য এখন আমি মুঠোফোন ঢাকার বড় বড় ব্যবসায়ী সঙ্গে যোগাযোগ করছি। সামান্য লাভ হলে বিক্রি করে দিবো।

[৭] এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান ভারপ্রাপ্ত বলেন, এ মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও এখন মাঝে মধ্যেই বড় বড় ধর‌ণের রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় মাছ জে‌লে‌দের জা‌লে ধরা প‌রে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়