শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর পদ্মার ১৮ কেজি ওজনের কাতলা বিক্রি হলো ২৫ হাজার টাকায়

ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ।

[৩] শ‌নিবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে পদ্মানদীর জেলে গুরুদেব হলদারের জালে মাছটি ধরা পড়ে।

[৪] জেলে গুরুদেব হালদার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে অবস্থিত মৎস আড়তে নিয়ে আসলে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাটে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মলিক মোঃ চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪০০ টাকা ৮০ টাকায় মাছটি কিনেন।

[৫] এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমানো হয় উৎসুক জনতা। পড়ে মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে মাছ‌টি রশি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়।

[৬] ঘা‌টের মাছা ব্যবসায়ি মোঃ চান্দু মোল্লা বলেন, সকালে ঘাট এলাকায় আসলেই দেখি একটি বড় রুই মাছ‌টি বাজা‌রে নিলামে উঠছে। পদ্মার কাতল মাছের অনেক চাহিদা। আমি ব্যবসার জন্য মাছ‌টি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪০০ টাকা ৮০ টাকা কিনে নেই। মাছটি বিক্রির জন্য এখন আমি মুঠোফোন ঢাকার বড় বড় ব্যবসায়ী সঙ্গে যোগাযোগ করছি। সামান্য লাভ হলে বিক্রি করে দিবো।

[৭] এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান ভারপ্রাপ্ত বলেন, এ মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও এখন মাঝে মধ্যেই বড় বড় ধর‌ণের রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় মাছ জে‌লে‌দের জা‌লে ধরা প‌রে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়