শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর পদ্মার ১৮ কেজি ওজনের কাতলা বিক্রি হলো ২৫ হাজার টাকায়

ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ।

[৩] শ‌নিবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে পদ্মানদীর জেলে গুরুদেব হলদারের জালে মাছটি ধরা পড়ে।

[৪] জেলে গুরুদেব হালদার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে অবস্থিত মৎস আড়তে নিয়ে আসলে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাটে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মলিক মোঃ চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪০০ টাকা ৮০ টাকায় মাছটি কিনেন।

[৫] এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমানো হয় উৎসুক জনতা। পড়ে মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে মাছ‌টি রশি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়।

[৬] ঘা‌টের মাছা ব্যবসায়ি মোঃ চান্দু মোল্লা বলেন, সকালে ঘাট এলাকায় আসলেই দেখি একটি বড় রুই মাছ‌টি বাজা‌রে নিলামে উঠছে। পদ্মার কাতল মাছের অনেক চাহিদা। আমি ব্যবসার জন্য মাছ‌টি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪০০ টাকা ৮০ টাকা কিনে নেই। মাছটি বিক্রির জন্য এখন আমি মুঠোফোন ঢাকার বড় বড় ব্যবসায়ী সঙ্গে যোগাযোগ করছি। সামান্য লাভ হলে বিক্রি করে দিবো।

[৭] এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান ভারপ্রাপ্ত বলেন, এ মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও এখন মাঝে মধ্যেই বড় বড় ধর‌ণের রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় মাছ জে‌লে‌দের জা‌লে ধরা প‌রে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়