শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৬ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা মদন লাল বললেন, টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : [২] টি-২০ বিশ্বকাপের পরই এই ফর্ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন বিরাট কোহলি। এরপর কে নেবেন দায়িত্ব?? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা কমিটির প্রধান মদন লাল স্পষ্ট বলেছেন, কোহলির পর কে অধিনায়ক হবেন তা নিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই। তার কথায়, পরের অধিনায়ক রোহিত শর্মা। এটা নিয়ে আলোচনার কোনও দরকারই নেই। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওর সাফল্য প্রচুর।

[৩] আগামীদিনে ভারতীয় ক্রিকেট কীভাবে এগিয়ে যাবে তা জয় শাহ বলে দিয়েছে। রোহিতসহ অধিনায়ক ছিল, কোহলির সঙ্গে কাজ করে ওর অভিজ্ঞতাও বেড়েছে। টি-২০ অধিনায়ক কে হবেন তা নিয়ে কোনও চিন্তা না থাকলেও মদন লাল মনে করেন নির্বাচকদের ভেবে রাখা উচিত একদিনের ক্রিকেটে পরবর্তী অধিনায়ক কে হবেন। মদন লালের কথায় নির্বাচকরা একদিনের ক্রিকেটের অধিনায়ক নিয়ে আলোচনা করে কি না সেটা দেখতে হবে। এখনও অবধি কোহলি টেস্ট এবং একদিনের ক্রিকেটে ভালই নেতৃত্ব দিয়েছে।

[৪] কোনও আইসিসি ট্রফি না জিতলেও একটা শক্তিশালী দল গড়তে পেরেছে। রোহিত কেমন নেতৃত্ব দিচ্ছে সেই দিকেও নজর রাখতে হবে। আগামী টি-২০ বিশ্বকাপে ও যদি ভাল নেতৃত্ব দেয় তবে নির্বাচকদের আলোচনায় উঠে আসবে রোহিত। টি-২০ আন্তর্জাতিকে এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। দুর্দান্ত সাফল্য পেয়েছেন। ২০১৮ সালে এশিয়া কাপ ভারত জিতেছিলে রোহিতের নেতৃত্বে। সেবার টি-২০ ফর্ম্যাটে টুর্নামেন্ট হয়েছিল। এখনও অবধি ভারতকে ১৯টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫টি ম্যাচ জিতেছেন রোহিত। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়