শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৬ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা মদন লাল বললেন, টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : [২] টি-২০ বিশ্বকাপের পরই এই ফর্ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন বিরাট কোহলি। এরপর কে নেবেন দায়িত্ব?? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা কমিটির প্রধান মদন লাল স্পষ্ট বলেছেন, কোহলির পর কে অধিনায়ক হবেন তা নিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই। তার কথায়, পরের অধিনায়ক রোহিত শর্মা। এটা নিয়ে আলোচনার কোনও দরকারই নেই। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওর সাফল্য প্রচুর।

[৩] আগামীদিনে ভারতীয় ক্রিকেট কীভাবে এগিয়ে যাবে তা জয় শাহ বলে দিয়েছে। রোহিতসহ অধিনায়ক ছিল, কোহলির সঙ্গে কাজ করে ওর অভিজ্ঞতাও বেড়েছে। টি-২০ অধিনায়ক কে হবেন তা নিয়ে কোনও চিন্তা না থাকলেও মদন লাল মনে করেন নির্বাচকদের ভেবে রাখা উচিত একদিনের ক্রিকেটে পরবর্তী অধিনায়ক কে হবেন। মদন লালের কথায় নির্বাচকরা একদিনের ক্রিকেটের অধিনায়ক নিয়ে আলোচনা করে কি না সেটা দেখতে হবে। এখনও অবধি কোহলি টেস্ট এবং একদিনের ক্রিকেটে ভালই নেতৃত্ব দিয়েছে।

[৪] কোনও আইসিসি ট্রফি না জিতলেও একটা শক্তিশালী দল গড়তে পেরেছে। রোহিত কেমন নেতৃত্ব দিচ্ছে সেই দিকেও নজর রাখতে হবে। আগামী টি-২০ বিশ্বকাপে ও যদি ভাল নেতৃত্ব দেয় তবে নির্বাচকদের আলোচনায় উঠে আসবে রোহিত। টি-২০ আন্তর্জাতিকে এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। দুর্দান্ত সাফল্য পেয়েছেন। ২০১৮ সালে এশিয়া কাপ ভারত জিতেছিলে রোহিতের নেতৃত্বে। সেবার টি-২০ ফর্ম্যাটে টুর্নামেন্ট হয়েছিল। এখনও অবধি ভারতকে ১৯টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫টি ম্যাচ জিতেছেন রোহিত। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়