সুমাইয়া মিতু: [২] সাম্প্রতিক সময়ে প্রায় ১০ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী ব্রিজের নিচে জমা হয়েছেন যা মানবিক সংকট বৃদ্ধি করছে। বিবিসি
[৩] ব্রিজটি টেক্সাসের ডেল রিও এবং মেক্সিকোর সিউদাদ আকুনা নামক অঞ্চলকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে। স্বল্প সময়ের মধ্যেই ব্রিজটির নিচে আশ্চর্যজনকভাবে অস্থায়ী ক্যাম্পের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। মূলত রিও গ্র্যান্ডা থেকে আসা হাইতির অধিবাসীরা দারিদ্রপীড়িত অবস্থায় ব্রিজটির নিচে আশ্রয় নিচ্ছে।
[৪] যুক্তরাষ্ট্র সরকারের তথ্যানুসারে, এবছর জুলাইয়ে প্রায় ২ লাখের বেশি মানুষকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। যা ২১ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার প্রকাশিত সরকারি উপাত্ত থেকে জানা যায়, গত মাসে কর্তৃপক্ষ মেক্সিকো সীমান্ত থেকে এ প্রায় ১ লাখ ৯৫ হাজার জনকে গ্রেপ্তার করেছে। সম্পাদনা: সাকিবুল আলম