মাকসুদ রহমান: [২] শুক্রবার থেকে শুরু হচ্ছে রাশিয়ার তিন দিন ব্যাপি জাতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন। নির্বাচন সকল প্রকার সাইবার জটিলতা থেকে মুক্ত রাখতে গুগল এবং অ্যাপল থেকে সরিয়ে নেয়া হয়েছে আলেক্সি নাভালনির ওয়েভভিত্তিক ভোটিং অ্যাপ। এনডিটিভি
[৩] নাভালনির অনুপস্থিতিতে তার অ্যাপ পরিচালনাকারি দল জানায়, পুতিন এবং তার দল ইউনাইটেড রাশিয়া ভোটিং অ্যাপটিকে দেশটির নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে অভিযোগ করে, যার ফলে গুগল এবং অ্যাপল এমনটি করেছে। অপর দিকে, গুগল এবং এ্যাপল এক বিবৃতিতে জানায়, রাশিয়ার আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করেই এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।
[৪] নির্বাচনে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করলেও চলতি বছর অ্যাপটির এক রেটিংয়ে দেখা যায়, পুতিন এবং তার দল জনপ্রিয়তায় অনেক পিছিয়ে আছে। অপরদিকে, প্রেসিডেন্ট পুতিনের কঠোর বিরোধী ও নাভালনির মিত্ররা পুতিন বিরোধী প্রচারণার কাজেই অ্যাপটিকে ব্যবহার করে আসছিলো।
[৫] এর আগে চলতি মাসে রাশিয়া তাদের নিবাচনে হস্তক্ষেপের অভিযোগে গুগল এবং অ্যাপলকে তাদের স্টোরেজ থেকে নাভালনির অ্যাপ সরিয়ে নেয়ার আবেদন জানালেও তাৎক্ষণিক কোন সাড়া পায়নি।বৃহস্পতিবার, দ্বিতীয় দফায় রাশিয়া আনুষ্ঠানিকভাবে অ্যাপ স্টোর দুটির প্রধান কার্যনির্বাহীর কাছে আবেদনের প্রেক্ষিতে অ্যাপটি সরিয়ে নেয় তারা।
[৬] অ্যাপ দুটির অপসারণকে রাজনৈতিক নিয়ন্ত্রণ বলে মন্তব্য করেছেন নাভালনির মিত্র ইভান জদানভ। সম্পাদনা: সাকিবুল আলম