শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সু চির বিরুদ্ধে আরো একটি দুর্নীতির মামলা, হতে পারে ২০ বছরের জেল

লিহান লিমা: [২] মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের ৫টি মামলা চলাকালীন আরো একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ভোট কারচুপি, দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, জমি সংক্রান্ত দুর্নীতি, অবৈধ ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। ফ্রান্স২৪

[৩]শুক্রবার তার আইনজীবী বলেন, শীঘ্রই জান্তা সরকার সু চিকে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি করবে, যা একটি প্রমাণিত হলেই তাকে দশকব্যাপী কারাবরণ করতে হবে।

[৪]গত ফেব্রুয়ারির অভ্যূত্থঅনের পর থেকে গৃহবন্দি আছেন সু চি। তার আইনজীবী খিন মং জাও বলেছেন, ১ অক্টোবর থেকে রাজধানী নেপিদোর আদালতে শুরু হওয়া চারটি দুর্নীতির মামলায় তিনি বিচারের সম্মুখীন হবে। প্রতিটি দুর্নীতির মামলায় সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

[৫]মিয়ানমারের করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দুই মাসের জন্য চলমান বিচারগুলিতে বিলম্ব করা হয়। এই সপ্তাহে এই বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হয়, প্রথম দিন সু চির স্বাস্থ্যগত কারণে তা বন্ধ রাখা হয়। এখন পর্যন্ত সব ধরনের কার্যক্রমে সাংবাদিকদের থাকার অনুমতি দেয়া হয় নি।

[৬]জান্তা তার বিরুদ্ধে অবৈধ স্বর্ণালংকার গ্রহণ এবং ঔপনৈবেশিক যুগের গোপনীয়তা আইন লঙ্ঘনেরও অভিযোগ এনেছে, তবে এগুলো এখনো আদালতে আসে নি। গত ১ ফেব্রুয়ারির অভ্যূত্থানের পর থেকে দেশব্যাপী বিদ্রোহ ও মহামারী মিয়ানামারের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এখন পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষেঅভ ১ হাজার ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, গ্রেপ্তার হয়েছে ৮ হাজারের বেশি। জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লিয়াং বলেছেন, ২০২৩ সালের আগস্টেও মধ্যে জরুরী অবস্থা প্রত্যাহার করা নির্বাচন দেয়া হবে।সন

  • সর্বশেষ
  • জনপ্রিয়