শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সু চির বিরুদ্ধে আরো একটি দুর্নীতির মামলা, হতে পারে ২০ বছরের জেল

লিহান লিমা: [২] মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের ৫টি মামলা চলাকালীন আরো একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ভোট কারচুপি, দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, জমি সংক্রান্ত দুর্নীতি, অবৈধ ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। ফ্রান্স২৪

[৩]শুক্রবার তার আইনজীবী বলেন, শীঘ্রই জান্তা সরকার সু চিকে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি করবে, যা একটি প্রমাণিত হলেই তাকে দশকব্যাপী কারাবরণ করতে হবে।

[৪]গত ফেব্রুয়ারির অভ্যূত্থঅনের পর থেকে গৃহবন্দি আছেন সু চি। তার আইনজীবী খিন মং জাও বলেছেন, ১ অক্টোবর থেকে রাজধানী নেপিদোর আদালতে শুরু হওয়া চারটি দুর্নীতির মামলায় তিনি বিচারের সম্মুখীন হবে। প্রতিটি দুর্নীতির মামলায় সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

[৫]মিয়ানমারের করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দুই মাসের জন্য চলমান বিচারগুলিতে বিলম্ব করা হয়। এই সপ্তাহে এই বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হয়, প্রথম দিন সু চির স্বাস্থ্যগত কারণে তা বন্ধ রাখা হয়। এখন পর্যন্ত সব ধরনের কার্যক্রমে সাংবাদিকদের থাকার অনুমতি দেয়া হয় নি।

[৬]জান্তা তার বিরুদ্ধে অবৈধ স্বর্ণালংকার গ্রহণ এবং ঔপনৈবেশিক যুগের গোপনীয়তা আইন লঙ্ঘনেরও অভিযোগ এনেছে, তবে এগুলো এখনো আদালতে আসে নি। গত ১ ফেব্রুয়ারির অভ্যূত্থানের পর থেকে দেশব্যাপী বিদ্রোহ ও মহামারী মিয়ানামারের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এখন পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষেঅভ ১ হাজার ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, গ্রেপ্তার হয়েছে ৮ হাজারের বেশি। জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লিয়াং বলেছেন, ২০২৩ সালের আগস্টেও মধ্যে জরুরী অবস্থা প্রত্যাহার করা নির্বাচন দেয়া হবে।সন

  • সর্বশেষ
  • জনপ্রিয়