সুমাইয়া মিতু: [২] তাইওয়ানের জন্য ক্রমশই হুমকি হয়ে দাড়িয়েছে চীন। বৃহস্পতিবার মিসাইল ক্রয়সহ অস্ত্রের আপগ্রেড করতে ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার কথা জানায় দেশটি। দ্য ইকোনেমিক টাইমস
[৩] তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইন ওয়েন সামরিক বাহিনীকে উন্নত করে তুলতে কাজ করছেন এবং প্রতিরক্ষায় সেনা বৃদ্ধির বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন। কেনোনা তাইওয়ানের ওপর চীন তাদের সামরিক এবং কূটনীতিক চাপ বৃদ্ধি করছে।
[৪] ধারণা করা হচ্ছে, আগামী বছর জানুয়ারির মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে, তার আগে পার্লামেন্টে এটির আনুমোদন হওয়া প্রয়োজন। সম্পাদনা : মোহাম্মদ রকিব