শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে কালের কণ্ঠ’র আলোকচিত্রী গ্রেপ্তার

আফরোজা সরকার: [২] দুদকের এক মামলায় আলোকচিত্রী গোলজার রহমান আদর ওরফে আদর রহমানকে বিরুদ্ধে পরোয়ানা থাকায় র‌্যাব-১৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করেছে।

[৩] বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে নেওয়া হয়। এর আগে বুধবার বিকেলে রংপুর নগরীর ইঞ্জিয়ারপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার হন আদর রহমান। পরে তাকে মহানগর হারাগাছ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

[৪] বিষয়টি নিশ্চিত করে রংপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন জানান, দীর্ঘদিন ধরে দুদকের একটি মামলায় আদর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। জামিনে না থাকার কারণে তাকে আইনের আওতায় নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

[৫] রংপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির পদে রয়েছেন আদর রহমান। কালের কণ্ঠ'র আলোকচিত্রী ছাড়াও বাংলাদেশ বুলেটিন নামে আরেকটি পত্রিকায় রংপুর প্রতিনিধি হিসেবে রয়েছেন তিনি।

[৬] রংপুর দুদকের জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিশেষ পিপি এ কে এম হারুন অর রশিদ জানান, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র সরফুউদ্দিন আহমেদের আমলে গোলজার রহমান আদর ছিলেন সিটির জনসংযোগ সহকারী। ২০১৭ সালের ৭ ও ৮ আগস্ট ৪৭টি প্যাকেজের প্রকল্পের কাজের দরপত্র তিনটি জাতীয় পত্রিকায় ছাপার কথা বলা হলেও পরবর্তীতে ওইসব পত্রিকায় এ বিজ্ঞাপন আর ছাপানো হয়নি।

[৭] তিনি আরও বলেন, জালিয়াতি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত কার্যালয়ের উপসহককারী পরিচালক নূর আলম বাদী হয়ে ২০১৯ সালের ২৭ জুলাই হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেন। চলতি বছর গত ১৫ ফেব্রুয়ারি আদালতে এই মামলার অভিযোগপত্র দেওয়া দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়