শিরোনাম
◈ রাজধানীতে ককটেল তৈরির গোপন ঘাঁটি আটক, পুলিশ বলছে টার্গেট ছিল ১৭ নভেম্বর ◈ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার দল ◈ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ◈ বাংলাদেশকে বিধস্ত ক‌রে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান ◈ রাতে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনার লড়াই, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা ◈ সব ব্যাংককে সতর্কতা: প্রার্থীর ঋণ-তথ্য সঠিকভাবে সিআইবিতে হালনাগাদ করতে হবে ◈ যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টোয়েন্টিতে আরও ভারতীয় ক্রিকেটার চান গ্রা‌য়েম স্মিথ  ◈ ৪৮ ঘণ্টার মধ্যে ২ দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের ◈ নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যত দ্রুত সম্ভব স্কুল খুলে দিতে বলেছে ইউনিসেফ

লিহান লিমা: [২] জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সারা বিশ্বের দেশগুলোর শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব স্কুলগুলো খুলে দিতে বলেছে। বৃহস্পতিবার ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখনো বিশ্বের ১৭টি দেশে স্কুল পুরোপুরি বন্ধ রয়েছে, ৩৯টি দেশ আংশিক বন্ধ রেখেছে। সিএনএ

[৩]প্রায় পুরোপুরি স্কুল বন্ধ থাকা ‘বাংলাদেশ, ফিলিপাইন, ভেনেজুুয়েলা, সৌদিআরব, পানামা এবং কুয়েতে প্রায় ৭ কোটি ৭০ লাখ শিক্ষার্থী রয়েছে। ইউনিসেফ বলেছে, এই ৬টি দেশের শিশুরা বিশ্বে স্কুল মিস করা ১৩ কোটি ১০ লাখ শিক্ষার্থীর অর্ধেকেরও বেশি।

[৪]ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, ‘শিক্ষা সংকট সন্নিকটে, যত দিন যাচ্ছে শ্রেণীকক্ষগুলো আরো অন্ধকারে ঢেকে যাচ্ছে, দুর্যোগ অবশ্যম্ভাবী। প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের পর শিক্ষকদের টিকায় অগ্রাধিকার দিতে হবে। এটি ঠিক যে শিশুরা হয়তো ঘরে নিরাপদ থাকবে কিন্তু কম্পিটার, স্মার্টফোন এবং ইন্টারনেট এমনকি যোগ্য শিক্ষা কার্যক্রমের মতো চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করতে হচ্ছে।

[৫]এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এক বছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকার ফলে এই অঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যত আয় ১.২৫ ট্রিলিয়ন বা ২০২০ সালে জিডিপির ৫.৪ শতাংশ কমে যেতে পারে।

[৬]এই সময় সংস্থাটি জানায়, ১৮ মাসের হারিয়ে যাওয়া প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারে দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার ইউনিসেফ এবং এর অংশীদাররা তাদের ডিজিটাল চ্যানেলগুলো ১৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেবে।

[৭] হেনেরিয়েটা ফোর বলেন, ‘এটি এমন একটি সংকট যা আমরা বিশ্বকে কিছুতেই উপেক্ষা করতে দিতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব স্কুলগুলো পুনরায় খুলে দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়