শিরোনাম
◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যত দ্রুত সম্ভব স্কুল খুলে দিতে বলেছে ইউনিসেফ

লিহান লিমা: [২] জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সারা বিশ্বের দেশগুলোর শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব স্কুলগুলো খুলে দিতে বলেছে। বৃহস্পতিবার ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখনো বিশ্বের ১৭টি দেশে স্কুল পুরোপুরি বন্ধ রয়েছে, ৩৯টি দেশ আংশিক বন্ধ রেখেছে। সিএনএ

[৩]প্রায় পুরোপুরি স্কুল বন্ধ থাকা ‘বাংলাদেশ, ফিলিপাইন, ভেনেজুুয়েলা, সৌদিআরব, পানামা এবং কুয়েতে প্রায় ৭ কোটি ৭০ লাখ শিক্ষার্থী রয়েছে। ইউনিসেফ বলেছে, এই ৬টি দেশের শিশুরা বিশ্বে স্কুল মিস করা ১৩ কোটি ১০ লাখ শিক্ষার্থীর অর্ধেকেরও বেশি।

[৪]ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, ‘শিক্ষা সংকট সন্নিকটে, যত দিন যাচ্ছে শ্রেণীকক্ষগুলো আরো অন্ধকারে ঢেকে যাচ্ছে, দুর্যোগ অবশ্যম্ভাবী। প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের পর শিক্ষকদের টিকায় অগ্রাধিকার দিতে হবে। এটি ঠিক যে শিশুরা হয়তো ঘরে নিরাপদ থাকবে কিন্তু কম্পিটার, স্মার্টফোন এবং ইন্টারনেট এমনকি যোগ্য শিক্ষা কার্যক্রমের মতো চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করতে হচ্ছে।

[৫]এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এক বছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকার ফলে এই অঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যত আয় ১.২৫ ট্রিলিয়ন বা ২০২০ সালে জিডিপির ৫.৪ শতাংশ কমে যেতে পারে।

[৬]এই সময় সংস্থাটি জানায়, ১৮ মাসের হারিয়ে যাওয়া প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারে দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার ইউনিসেফ এবং এর অংশীদাররা তাদের ডিজিটাল চ্যানেলগুলো ১৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেবে।

[৭] হেনেরিয়েটা ফোর বলেন, ‘এটি এমন একটি সংকট যা আমরা বিশ্বকে কিছুতেই উপেক্ষা করতে দিতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব স্কুলগুলো পুনরায় খুলে দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়