হারুন-অর-রশীদ: [২] ইভটিজিং ও সন্ত্রাস মুক্ত ফরিদপুরের দাবিতে মৌন মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
[৩] "ব্যক্তি চলাচলে নিরাপত্তা ও স্বাধীনতা চাই, ইভটিজিং ও সন্ত্রাস মুক্ত সমাজ চাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌন মানববন্ধনে সবাই মুখে কালো কাপড় বেঁধে অংশগ্রহণ করে।
[৪] এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাইম ইতু, সাধারণ সম্পাদক সিতাংশু ভৌমিক অংকুর, জিকজাকস ক্লাবের সভাপতি জিয়াদুল ইসলাম জাহিদ, ছাত্র ইউনিয়ন ফরিদপুর সংসদের আহবায়ক চৈতি শীল, যুগ্ম আহ্বায়ক দীপান্বিতা দীপা প্রমূখ।