খালিদ আহমেদ : [২] স্পেনের মালাগা বিমান বন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন আফগানিস্তানে উদ্ধার হওয়া ছয় বাংলাদেশি।
[৩] আজ বুধবার টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
[৪] যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তান থেকে উদ্ধারের পর গত ২৮ আগস্ট প্রথমে তাদের সৌদি আরবের রিয়াদে নিয়ে যায়। এরপর গত ৩০ আগস্ট মার্কিন সামরিক বিমানে করে স্পেনের রোটা সামরিক ঘাঁটিতে নামিয়ে দেয়। মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে তারা সেখানেই ছিলেন।
[৫] এরপর তারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য দূতাবাসের সহযোগিতা চান এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশে ফেরাতে সহযোগিতার জন্য দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়।
[৬] মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করে সার্বিক অবস্থার খোঁজ-খবর নেওয়া শুরু করে। এছাড়া তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাস প্রথম থেকেই স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন দূতাবাস এবং রোটা বিমান ঘাঁটির ইউএস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।
[৭] স্পেনের দক্ষিণে আটলান্টিক উপকূলে রোটা বিমান ঘাঁটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রনাধীন একটি সামরিক বিমান ও নৌ ঘাঁটি।
[৮] আগামীকাল বৃহস্পতিবার তারা ঢাকা পৌঁছাবেন। সম্পাদনা : ভিকটর রোজারিও