শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই বছর পর আইপিএলে ফিরছে দর্শক

স্পোর্টস ডেস্ক: [২] ২০১৯ সালের আসরের পর প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরছে দর্শক। আইপিএলের প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছেন, আইপিএলের বাকি অংশে সীমিত আকারে দর্শক স্টেডিয়ামে ফেরানো যাবে। গত মে মাসে করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া এই প্রতিযোগিতা ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবং আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, শারজা ও আবুধাবিতে হবে ম্যাচগুলো।

[৩] বুধবার ১৫ সেপ্টেম্বর আইপিএল একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, দর্শকদের ফেরা হতে যাচ্ছে স্মরণীয় উপলক্ষ। করোনা মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাত সরকারের বিধির কারণে তিন ভেন্যুতে সীমিত সংখ্যক আসনে দর্শক ঢুকতে দেওয়া হবে। বিক্রির জন্য কত শতাংশ টিকিট ছাড়া হবে তা জানায়নি কর্তৃপক্ষ।

[৪] ধারণা করা হচ্ছে আমিরাতের স্থানীয় সরকার ও বিসিসিআই ১৭ অক্টোবর থেকে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক ফেরাতে চায়। এজন্যই আইপিএলে মহড়া দিতে যাচ্ছে তারা।

[৫] করোনা মহামারির মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার হচ্ছে আইপিএল। ২০২০ সালেও বিসিসিআই প্রতিযোগিতাটি আমিরাতে সরিয়ে নেয় এবং দর্শকশূন্য স্টেডিয়ামে তা অনুষ্ঠিত হয়। চলতি আসর শুরু হয়েছিল ৯ এপ্রিল, সেখানেও ছিল না দর্শক। তবে দলগুলোতে করোনা হানা দেওয়ায় ৩ মে থেকে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত হয়।

[৬] অবশেষে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হলো। প্রধান কারণ আমিরাতের বেশিরভাগ মানুষ পুরো টিকা নিয়েছে। তবে বিদেশি ভক্তদের জন্য কোনো বিধি থাকবে কি না তা স্পষ্ট নয়। কিন্তু প্রত্যেকের টিকা নেওয়া বাধ্যতামূলক। ১৬ সেপ্টেম্বর থেকে আইপিএল টি-টোয়েন্টির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়