শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২২ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ জাবির শিক্ষার্থীরা

আব্দুল্লাহ মামুন: [২] বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দেশ রুপান্তর

[৩] সমাবেশে ২২ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার সুস্পষ্ট তারিখ ঘোষণা এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খুলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনেশন বুথ স্থাপন করে শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণের সুযোগ দিয়ে এ সংক্রান্ত জটিলতা দূর করারও দাবি জানান শিক্ষার্থীরা।

[৪] সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে। তারপরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি গ্রহণের ধরণ থেকে আমরা বুঝতে পারছি, যত বেশিদিন সম্ভব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার পায়তারা চলছে। বিশ্ববিদ্যালয় খোলার কোনো বিকল্প নেই। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ ঘোষণা না করা হলে শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করবে। জাগো নিউজ২৪

[৫] সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান, ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ, নুসরাত ফারিন, দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান, ইংরেজি বিভাগের নূর-এ সুলতান রিফাত ও রসায়ন বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসাইন।

[৬] সমাবেশের শেষে বিশ্ববিদ্যালয় খোলা ও ভ্যাকসিন জটিলতা নিরসনের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক নূরুল আলম বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

[৭ ] অধ্যাপক নূরুল আলমের পক্ষে উপাচার্যের একান্ত সচিব ডেপুটি রেজিস্ট্রার সানোয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।

[৮] এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘বিকেলে প্রশাসনিক সভা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। শিগগিরই সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কিছু প্রস্তুতির দরকার রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়