শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনের পার্লামেন্টে নিষিদ্ধ চীনের রাষ্ট্রদূত

লিহান লিমা: [২] ব্রিটিশ পার্লামেন্টে নিষিদ্ধ হয়েছেন চীনের রাষ্ট্রদূত ঝেং জিগুয়াং’। এর আগে চীনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ব্রিটেনের ৫ এমপি ও ২ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। এর প্রতিত্ত্যুরে ব্রিটিশ পার্লামেন্ট জানায়, ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ব্রিটিশ পার্লামেন্টে নিষিদ্ধ থাকবেন চীনা রাষ্ট্রদূত। ইয়ন

[৩]বুধবার একটি সর্বদলীয় ঝেং জিগুয়াংয়ের যোগ দেয়ার কথা ছিলো। কিন্তু তা নিয়ে প্রতিবাদ জানান কয়েকজন পার্লামেন্ট সদস্য। স্পিকারের কাছে লেখা অভিযোগপত্রে তারা বলেন, ব্রিটিশ এমপিদের ওপর চীনের নিষেধাজ্ঞা কোনো ব্যক্তিভিত্তিক নয় এর ফলে ব্রিটেনের পার্লামেন্ট, পার্লামেন্টের সব সদস্য, সিলেক্ট কমিটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তাই বেইজিংয়ের রাষ্ট্রদূতকে আমাদের প্লাটফর্মকে ব্যবহার করতে দিয়ে আমরা এমন নিষেধাজ্ঞার বৈধতা দিতে পারি না। এরপর হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল এবং লর্ড স্পিকার লর্ড ম্যাকফাল অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করেন।

[৪]চীন দূতাবাস এটিকে ‘নিন্দনীয়’ এবং ‘কাপুরুষোচিত আচরণ’ বলে তীব্র প্রতিক্রিয়া জানায়। এই ঘটনা লন্ডন এবং বেইজিংয়ের কূটনৈতিক উত্তেজনার পালে হাওয়া দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

[৫]গত মার্চে ব্রিটেনের ক্ষমতাসীন রক্ষণশীল দলের ৫ এমপি স্যার ইয়ান ডানকান স্মিথ, টম তুগেন্ধাত, নুসরাত গনি, নেইল ও’ব্রায়েন এবং টিম লাফটন এর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ জব্দ করে চীন। এর আগে, উইঘুরে মানবাধিকার লঙ্ঘনের জন্য কয়েকজন চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়