[১] চট্টগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবি
রিয়াজুর রহমান: [২] বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
[৩] ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর হতে কমিয়ে ৩ বছর করার শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সময়ের উদ্যোগ বাতিল করে এ কোর্সকে আরাে বিশেষায়িত ও আধুনিকায়নে পদক্ষেপ গ্রহণ, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড -২০২০ এর জনস্বার্থ বিরােধী ধারা উপধারা ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা -২০০৮ সংশােধন করে গেজেট প্রকাশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে ইনক্রিমেন্ট প্রদান করতঃ পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরন বেসরকারীখাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবী নির্ধারণ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জনবল নিয়ােগে ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ রেখে অর্গানােগ্রাম প্রনয়ণ, দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক স্বল্পতা ল্যাব ওয়াকশপ সংকট নিরসন করতঃ প্রকল্পভুক্ত শিক্ষকদের নিয়মিত বেতন ভাতা পরিশােধ ও চাকুরি স্থায়ীকরনের ৪ দফা দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ পালন করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ।
[৪] সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ প্রকৌশলী মােঃ নুরুল কবির এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মােহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন- ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়াস বাংলাদেশ ( আইডিইবি ) এর কেন্দ্রিয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী মােঃ নেছার উদ্দিন।
[৫] প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জাফর আহমেদ সাদেক বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবী ছাত্র শিক্ষকদের পেশা ও কারিকুলামগত সমস্যাসমূহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনার আলােকে গত একদশকেও সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করছি।
[৬] উপরন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৪ বছর হতে হ্রাস করে ৩ বছরের শর্ট কোর্স করার আত্মঘাতি অপচেষ্ঠায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের আত্মঘাতি উদ্যোগ বাতিল করার দাবি জানান। অন্যথায় দাবী আদায় করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীগণ অতীতের মতো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে ।
[৭] এতে আরো বক্তব্য রাখেন- প্রকৌশলী মােঃ জাহাঙ্গীর আলম ( বিউবাে ), প্রকৌশলী তাপস কান্তি দে (শিক্ষক, চপই), প্রকৌশলী রফিকুল ইসলাম নান্টু (চট্টগ্রাম বন্দর), প্রকৌশলী মােঃ আবু জাফর (রেলওয়ে), প্রকৌশলী খােরশেদ আহমদ (গণপূর্ত), প্রকৌশলী মােঃ রফিকুর রহমান (কর্মপ্রত্যাশী ডিইএ), প্রকৌশলী আবিদুর রহমান খান (চউক), প্রকৌশলী সালমা খাতুন (চসিক), কাম্বার হােসেন রকি (ভিপি, চপই ছাত্র সংসদ), প্রকৌশলী জয়দেব বৈদ্য (প্রাইভেট সেক্টর), প্রকৌশলী মােঃ এনামুল হক সাগর (প্রাইভেট সেক্টর), প্রকৌশলী মােঃ শাহিন চৌধুরী (প্রাইভেট সেক্টর), প্রকৌশলী মােঃ জামাল উদ্দীন (সওজ), প্রকৌশলী মােঃ কামরুল ইসলাম (কর্ণফুলী গ্যাস), মােঃ ইকরামুল কবির (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, চপই) প্রমুখ। সম্পাদনা: হ্যাপি