শিরোনাম
◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাকিবের চোখে আইপিএলের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলে আসছেন। যেখানে সবচেয়ে বেশি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। এমনকি সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলতে দেখা গেছে তাকে।

[৩]সাকিব আল হাসান আইপিএলের ১৩ আসরের ৯টিতেই খেলেছেন। যেখানে ৬৬ ম্যাচ খেলা সাকিব ব্যাট হাতে ৭৮৪ রান করেছেন। সেই সাথে বল হাতেও ৬১ উইকেট শিকার করেছেন।

[৪]সাকিবের চোখে আইপিএলের অলটাইম একাদশ। তার একাদশে জায়গা হয়নি কলকাতার কোনো ক্রিকেটারের। সবচেয়ে বেশি তিনজন করে ক্রিকেটার রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের।

[৫]সেরা একাদশে ভারতের আট ক্রিকেটারসহ তিন বিদেশি ক্রিকেটার রয়েছে। বিদেশি ক্রিকেটার হলেন, ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস এবং লাসিথ মালিঙ্গা। মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে।

[৬]ওপেনিংয়ে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার সাথে রাখা হয়েছে হায়দরাবাদের ওয়ার্নার। তিনে ভারতের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

[৭]চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না চারে খেলবেন। পাঁচে নামা ধোনি দলটির অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। লোকেশ রাহুল ছয়ে খেলবেন।

[৮]সেরা একাদশে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন রাজস্থান রয়্যালসের বেন স্টোকস। দলের একমাত্র স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পেস ইউনিটে অভিজ্ঞ মালিঙ্গার সাথে থাকছেন মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ ও হায়দরাবাদের ভুবেনশ্বর কুমার।

[৯]সাকিবের অলটাইম আইপিএল একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ, ভুবেনেশ্বর কুমার। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়