শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহিক ছুটি ২ দিন, পাঁচ বিষয়ে পরীক্ষা

শরীফ শাওন: [২] পরিমার্জিত কারিকুলামে শিক্ষার্থীদের সপ্তাহিক পাঠপরিকল্পনা হবে ৫ দিনের। ২০২২ সালে প্রথম এবং ষষ্ঠ শ্রেণির নির্ধারিত ১০০টি করে পাইলটিং কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ২০২৫ সালে সকল বিদ্যালয়ে সকল শ্রেণিতে তা বাস্তবায়ন হবে।

[৩] জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সদস্য মশিউজ্জামান জানান, মাধ্যমিকে অভিন্ন ১০টি লার্নিং আউটকাম থেকে পাঠ্যবই নির্ধারণ করা হবে। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ধর্মশিক্ষা, ভালো থাকা, শিল্প ও সংস্কৃতি এবং জীবন ও জীবিকা।

[৪] প্রাথমিকের ৮টি লার্নিং আউটকাম থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ৮টি পাঠ্যবই থাকবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে কয়টি বই হবে তা বিশেষজ্ঞরা নির্ধারণ করবে। তবে বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ৩টি পাঠ্যবই রয়েছে, বাকিগুলো টিচার্স গাইড দিয়ে পড়ানো হয়।

[৫] মূল্যায়নের বিষয়ে জানান, শুধুমাত্র বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই ৫টি বিষয়ের উপর পরীক্ষা হবে, বাকিগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূল্যায়ণ করা হবে। ধারাবাহিক মূল্যায়নে ষষ্ঠ- সপ্তম শ্রেণি পর্যন্ত ৭০ শতাংশ, অষ্টম-নবমে ৬০ এবং দশম শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর থাকবে।

[৬] এর আগে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি জানান, সোমবার সকালে প্রধানমন্ত্রীর কাছে খসড়াটি উপস্থাপন করা হলে তিনি অনুমোদন দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়