মুস্তাফিজুর রহমান: [২] যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ওই কিশোরের নাম মোঃ ফয়সাল (১৬) পেশায় সে জুতার কারখানার শ্রমিক তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] সত্যতা নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই মহসিন আলী তিনি বলেন,হাজারীবাগের কালুনগর একই বাসার দ্বিতীয় তলায় অভিযুক্ত কিশোর ফয়ছাল থাকে।
[৪] শিশুটি তিনতলায় পরিবারের সাথে থাকে। গত ১০ সেপ্টেম্বর তৃতীয় তলায় বিকেলে রুমে কেউ না থাকায় শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ফয়সাল যৌন নিপীড়নের ঘটনা ঘটায়।
[৫] পরে বিষয়টি পরিবার জানতে পেরে রোববার (১২ সেপ্টেম্বর) শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করে। আর অভিযুক্ত ফাইসাল কে আটক করা হয়।
[৬] আর শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রোববার রাত ৯টায় ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।