শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইন ইলেভেনের হামলায় সৌদি সরকারের সন্দেহভাজন সমর্থন ছিল বলছে এফবিআই প্রতিবেদন

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আদেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের দি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন শনিবার এ প্রতিবেদন প্রকাশ করে যাতে টুইন টাওয়ারে যে দুটি বিমান হাইজ্যাক করে হাইজ্যাকাররা হামলা চালায় তার পেছনে সন্দেহভাজন সৌদি সমর্থন ছিল বলা হচ্ছে। সিএনএন

[৩] প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে সৌদি সহযোগিদের সাথে ছিনতাইকারীদের যোগাযোগের বর্ণনা দিয়ে বলা হয়েছে সৌদি সরকার চক্রান্তে জড়িত ছিল এমন কোন প্রমাণ নেই। লস এঞ্জেলেসে একজন সৌদি কনস্যুলার কর্মকর্তা এবং সন্দেহভাজন সৌদি গোয়েন্দা এজেন্ট ১১ সেপ্টেম্বরে দুটি বিমান হাইজ্যাকের সঙ্গে জড়িত ছিল। দুই ছিনতাইকারীকে সাহায্য করার জন্য ভ্রমণ সহায়তা, বাসস্থান এবং অর্থায়ন করা হয়। আল-জাজিরা

[৪] নাইন ইলেভেনের হামলার সঙ্গে জড়িত ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। ডেইলি মেইল

[৫] এর আগে অবশ্য ওয়াশিংটনে সৌদি দূতাবাস এ প্রতিবেদন প্রকাশকে স্বাগত জানালেও এ হামলার সঙ্গে সৌদি আরবের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে।

[৬] নাইন ইলেভেনের ঘটনায় নিহতদের ১৬শ স্বজনের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাইডেনকে এ প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে বলা হয় অন্যথায় তিনি যেন এবার ওই হামলার কুড়ি বছর পূর্তিতে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোর অনুষ্ঠানে যোগ না দেন।

[৭] এ প্রতিবেদন প্রকাশ বাইডেনের একটি নির্বাচনী অঙ্গীকার ছিল। মার্কিন বিচার বিভাগ এ প্রতিবেদনের সাথে সম্পর্কিত তথ্য যা পূর্বে আটকে রাখা হয়েছিল তা পর্যালোচনার ঘোষণা দেয়। এফবিআইয়ের বিরুদ্ধে এও অভিযোগ ওঠে ১১ সেপ্টেম্বরের হামলায় হাইজ্যাকার সম্পর্কিত তদন্ত বন্ধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়