শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:২১ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্জুরে খোদা টরিক: বাঙালি যতোটা না এগোয়, কোনো এক ঘটনায় তার চেয়ে বেশি পিছোয়

মঞ্জুরে খোদা টরিক: কেন বলছি এমন কথা? এবার কানাডার জাতীয় নির্বাচনে বিভিন্ন দল থেকে ৮ জন বাংলাদেশি-কানাডিয়ান এমপি প্রার্থী হয়েছেন। কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের প্রবেশ ঘটছে এবং এর সংখ্যা ক্রমে বাড়ছে। এটা আমাদের জন্য আনন্দের। কিন্তু হলে হবে কি? অন্টারিও’র অশোয়া থেকে বাংলাদেশি-কানাডিয়ান আফরোজা হোসেন ক্ষমতাসীন লিবারাল থেকে নির্বাচন করছেন। একদিন তার সঙ্গে আমার- তার নির্বাচনী অবস্থা নিয়ে কথাও হয়েছে। কিন্তু তিনি কানাডার একটি মূলধারার পত্রিকায় নেতিবাচক সংবাদ শিরোনাম হবেন- সেটা আশা করিনি। সাংবাদিক শওগাত আলী সাগর ফেসবুকে নিয়মিত লাইভ অনুষ্ঠান করেন। তিনি মিসেস হোসেনকে তার এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে এসে তিনি বাংলাদেশি কমিউনিটির জন্য তার বক্তব্য-পরিকল্পনা বলতে পারতেন। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের শর্ত দিয়েছিলেন যে, তাহলে তার নির্বাচনী তহবিলে তিনশো ডলার ডনেশন দিতে হবে। মি: সাগর এ অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। তিনিও তার লাইভে আসেননি। বিষয়টি নিয়ে কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টা এখানেই আটকে থাকলে হতো। কিন্তু এ সংবাদ কানাডার মূলধারার পত্রিকা- টরন্টো স্টার সাগরের উদ্ধৃতিসহ নেতিবাচক ও সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করে। যে রিপোর্টটি কমিউনিটির জন্য প্রচন্ড অস্বস্তিকর ও বিব্রতকর। এ ঘটনার জন্য যদিও আফরোজা হোসেন ক্ষমা চেয়েছেন। কিন্তু ইতোমধ্যে এ ঘটনায় যে ক্ষতি হওয়ার তা হয়েই গেছে। সে জন্যই বলছি, বাঙালি যতোটা না আগায়, কোনো এক ঘটনায়- তার চেয়ে অনেক বেশি পিছিয়ে যায়। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়