সমীরণ রায়: [২] গত শুক্রবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। লায়ন চিত্তরঞ্জন দাস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
[৩] ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতার সঙ্গে ২০-২১ বছর বয়সী এক তরুণীর আপত্তিকর কর্মকাণ্ড। কেউ একজন গোপনে ভিডিওটি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
[৪] আওয়ামী লীগের নেতারা বলেন, ব্যক্তি চিত্ত রঞ্জন দাসের অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। এর দায় তাকেই নিতে হবে।
[৫] সবুজবাগ থানা আওয়ামী লীগের নেতা জামিরুল ইসলাম বলেন, তার মতো একজন সিনিয়র ও দায়িত্বশীল নেতা এবং কাউন্সিলরের কাছ থেকে জনগণ এটা প্রত্যাশা করে না।
[৬] চিত্ত রঞ্জন দাস বলেন, এটি একটি নাটকের রির্য়াসেল। এটা কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন।
[৭] চিত্তরঞ্জন দাশের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করেছেন ওই তরুণী।
[৮] সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: খালিদ আহমেদ