শিরোনাম
◈ ঢাকায় পা রাখলেন তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৪ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে পুলিশ হামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফরহাদ আমিন: [২] কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে পুলিশের উপর হামলাকারি একাধিক মামলার পলাতক আসামি ও শীর্ষ মাদককারবারি হাবিবুর রহমান প্রকাশ মগুসহ দু’জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এসময় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ সদর ইউপি ছোট হাবিব পাড়ার সুলতান আহমদের ছেলে হাবিবুর রহমান প্রকাশ মগু ও মৌলভী পাড়ার ছৈয়দুর রহমানের ছেলে আব্দুল গণি।

[৪] টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুলিশ হামলার অন্যতম পলাতক আসামী ও শীর্ষ মাদক কারবারি ছোট হাবির পাড়ার হাবিব উল্লাহ প্রকাশ মগু কক্সবাজার অবস্থান করছে। এমন তথ্যে শুক্রবার দুপুরে উখিয়া-টেকনাফ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো.শাকিল আহমদের নেতৃত্বে পুলিশের একটি টিম কক্সবাজার বিলকিস মার্কেটের সামনে অভিযানে যায়।এসময় পুুুলিশে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হাবিব উল্লাহ ওরফে মগুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞেসাবাদে ছোট হাবিব পাড়া তার এলাকায় এক বাড়িতে বিক্রির উদ্দেশ্য ইয়াবার একটি বড় চালান মজুদের কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আলমিরা ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তার সহযোগি আবদুল গণিকে গ্রেপ্তার করা হয়।

[৫] তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মগুর বিরুদ্ধে থানায় হত্যা, নারী নির্যাতন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ধৃতদের কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।

[৬] উল্লেখ্য, গত ৪ আগস্ট বুধবার মাদকসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি টেকনাফ সদর ইউপি ছোট হাবির পাড়ারয় হাবিবুর রহমান হাবিব প্রকাশ মগুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় লোহা রড, দা, কিরিচসহ ইট পাটকেল দিয়ে পুলিশকে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার লোকজন। ওইসময় তিন পুলিশ আহত হন। এ ঘটনায় ইউপি সদস্য সৈয়দুল ইসলাম ও মগুসহ ৪৪ জনকে প্রধান আসামি করে একটি মামলা করেছিল। দীর্ঘ এক মাস পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়