শিরোনাম
◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১০ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় স্বপন হত্যা: আরও এক আসামী গ্রেপ্তার

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ায় জেলে স্বপন মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকায় সাধন চন্দ্র চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুলতানপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাধন চৌধুরী ওই এলাকার বিমল চন্দ্র চৌধুরীর ছেলে।

[৩] বিষয়টি নিশ্চিত করেছে এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক সানাউল ইসলাম।

[৪] উপপরিদর্শক সানাউল ইসলাম জানান, গত ২৬ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাবলাউচ্চ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে স্বপন মিয়া (৪০)কে বার আউলিয়া বিলে নিয়ে হত্যা করা হয়। পরদিন পেশায় জেলে স্বপন মিয়ার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্বপনের স্ত্রী রাবেয়া বেগম অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সিআইডি পুলিশ স্থানান্তর করা হয়।

[৫] তিনি জানান, মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হওয়ার পর তদন্তে শফিকুল ইসলাম হৃদয় (২৮) নামে এক মুরগী ব্যবসায়ীকে সিআইডি আটক করে গত ২০ আগস্ট জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করলে সে তার জবানবন্দিতে হত্যার পুরো ঘটনার স্বীকারোক্তি মূলক বক্তব্য প্রদান করেন।

[৬] সেই জবানবন্দিতে শফিকুল ইসলাম হৃদয় নিজেসহ ৮জনের নাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। ওই স্বীকারোক্তিতে ৮জনের মধ্যে হত্যাকাণ্ডে হৃদয় ছাড়াও আরও এক আসামীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়। জবানবন্দি অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে সাধন চন্দ্র চৌধুরীর নামও রয়েছে। তাই আজ সদর মডেল থানা পুলিশের সহায়তায় সিআইডির সদস্যরা তাকে গ্রেপ্তার করে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়