হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের সালথায় ইট ভর্তি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমুল হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
[৩] বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার উত্তর জয়কাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার বড় বাহিরদিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
[৪] এলাকাবাসী ও পুলিশ জানায়, উত্তর জয়কাইল এলাকার সুনীল শিকদারের বাড়ির সামনে একটি ইট ভর্তি ট্রলিকে মোটরসাইকেল আরোহী ওভারটেক করতে গেলে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাজমুল নিহত হন।
[৫] সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি