অম্লান দেওয়ান, ফেসবুক থেকে, ভয়ংকর খবর। এক টু আগে ছোট ছেলে Adhrit জানাল Clouded Leopard এসেছিল। আমাদের বাড়ির বারান্দায়। মানে গেছোবাঘ। ছেলে একা একা এ গভীর রাতে মোবাইলে গেমস খেলছিল! বাড়ির দঃ দিকের জংগল থেকে পা টিপে টিপে উঠে এসেছিল। আমার ১১ বছরের ছেলের মুখোমুখি। একা। ও আর বাঘ। একবার মুখের দিকে তাকিয়ে ফিরে গেছে। যে পথে এসেছে সে পথে।
চোখের সামনে মাংস খেকো এ বাঘ দেখে ছেলে আমার খেই হারিয়ে ফেলে। তার সে ঘোর এখনো কাটেনি।
গুগল জানাল, এটি একপ্রকার বিলুপ্ত প্রায় বাঘ। আগে থেকেই চট্রগ্রামে নাকি এদের আনাগোনা। এটির গায়ে পিঠের দিকে জলপাই হ্লুদ। এটি কাঠবিড়ালি থেকে শুরু করে হরিন, বন্য শুয়োরও খেয়ে ফেলে। খেয়ে ফেলে হাস মুরগি, গরু ছাগলও। তবে মানবশিশুর উপর চড়াও হয় কিনা তা জানায়নি গুগল ।
কি ভয়ানক বিপদ থেকে বাঁচা গেল।