শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার আলোয় নতুন প্রজন্মকে আলোকিত করতে হবে: হুইপ ইকবালুর রহিম

তাহেরুল আনাম : [২] জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উন্নত জাতি গঠনে শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নাই উল্লেখ করে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আধুনিক ও যুগোপোযোগি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।

[৩] সরকার উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশকে নিয়ে যেতে চান। দেশ আজ এগিয়ে গেছে। হুইপ বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের গড়ে তুলতে হবে। তাদেরকে আধুনিক যুগপোযোগি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞান-বিজ্ঞান, নীতি-নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।

[৪] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই দুর্যোগে অসহায় ও দরিদ্রদের সকল মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দিয়েছে। কেউ না খেয়ে থাকে নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় দেশের প্রতিটি মানুষ যেন ভাল থাকে, শান্তিতে থাকে।

[৫] মঙ্গলবার (০৭ সেপ্টম্বর) হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের দীঘন এসসি উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারনকৃত ভবন, শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চারতলা এম আব্দুর রহিম সম্প্রসারন ভবন ও জয়দেবপুর বিএল উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারণ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়