শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক : [২] হেডিংলে টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের একধাক্কায় তিন নম্বরে নেমে যেতে হয়েছিল ভারতকে। ওভালে জয় তুলে নিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে ফিরল ভারত।

[৩] লিডসে হারের পর তিনটি টেস্ট থেকে ৩৮.৮৮ শতাংশ হারে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ছিলেন কোহলিরা। ওভালের জয়ের পর ১২ পয়েন্ট সংগ্রহ করে ভারত। ফলে চার টেস্টে ৫৪.১৭ শতাংশ হারে ভারতের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ২৬। তারা একলাফে এক নম্বরে উঠে আসে।

[৪] এদিকে কোহলিরা শীর্ষে ফেরায় সিংহাসন খোয়াতে হয় পাকিস্তানকে। ২টি টেস্ট থেকে ৫০.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা পাকিস্তান নেমে যায় দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজকেও পিছিয়ে যেতে হয় একধাপ। পাকিস্তানের মতো ওয়েস্ট ইন্ডিজও ২টি টেস্ট থেকে ৫০.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা আপাতত তিন নম্বরে রয়েছে।

[৫] ইংল্যান্ড ওভাল টেস্ট হারায় তাদের সংগৃহীত পয়েন্টের শতকরা হার কমলেও লিগ টেবিলে অবস্থান বদল হল না। জো রুটরা আগেও চার নম্বরে ছিলেন, এখনও রয়েছেন চার নম্বরে। হেডিংলে টেস্টের পর তিনটি ম্যাচ থেকে ৩৮.৮৮ শতাংশ হারে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছিল ইংল্যান্ড। ওভালে পরাজিত হওয়ার পর ব্রিটিশদের সংগ্রহে রয়েছে ২৯.১৭ শতাংশ হারে ১৪ পয়েন্ট। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়