শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৭ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্ব বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার বাড়াবে এনবিআর

নিউজ : বরাবরের মতো চলতি অর্থবছরেও রাজস্ব আহরণ বাড়ানোর চ্যালেঞ্জের সামনে এনবিআর। সে লক্ষ্যে সেবার মান-উন্নয়ন ও সহজ করার পাশাপাশি প্রযুক্তির ব্যাপক ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। করের আওতা বৃদ্ধি ও কর ফাঁকি রোধে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ডাটা শেয়ারিং করা। এ ছাড়াও কর আরোপ ও ছাড়সহ নেওয়া হয়েছে রাজস্ব নীতিতে বেশকিছু পরিবর্তন। যায়যায়দিন

রোববার দুপুরে এনবিআরের সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের রাজস্ব সংগ্রহে সংস্থাটির কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারমান আবু হেনা মো. রহমাতুল মুমিন।

রহমাতুল মুমিন বলেন, রাজস্ব বোর্ডের সার্বিক প্রক্রিয়ায় অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বোর্ডের পুরো কর্ম প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি করদাতার তথ্য হালনাগাদ থাকবে। এ ছাড়া কমে যাবে কর ফাঁকির সুযোগ। প্রযুক্তির ব্যবহার কর প্রদানে উৎসাহ বৃদ্ধি, সেবা সহজীকরণ এবং করের আওতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে কর ছাড় ও আরোপের ক্ষেত্রে দেশীয় ও ক্রমবর্ধমান খাতগুলোকে বিবেচনা করা হয়েছে। যা দেশের ভিশন ২০৪১ অর্জনের সহায়ক হবে বলে তিনি বলেন।

নতুন অর্থবছরের বাজেটে রাজস্বনীতির উলেস্নখযোগ্য পরিবর্তন আনা হয়েছে উলেস্নখ করে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট আদায় বাড়াতে শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর ৪ শতাংশ থেকে ৩ শতাংশ করা, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার ও উৎপাদনের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি দেওয়া, ভারী ও হালকা প্রযুক্তি শিল্পের বিকাশের অনুকূল নীতি প্রণয়ন করা, হোটেল-রেস্টুরেন্টে খাবারের বিলের ওপর ১৫ শতাংশ ও ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ১০ শতাংশ এবং ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

এ ছাড়া বকেয়া মূসকের ওপর মাসিক সুদের হার দুই শতাংশের পরিবর্তে এক শতাংশ করা হয়েছে। কাস্টমসের ক্ষেত্রে দেশীয় কৃষিজাত পণ্য সংরক্ষণে শুল্ক হার পুনর্বিন্যাসকরণের পাশাপাশি খামারিদের স্বার্থ-সংরক্ষণে মাংস আমদানিতে শুল্কহার পুনর্বিন্যাসকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আয়কর বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিতকরণে করপোরেট করহার হ্রাস করা, আইসিটি খাত, এগ্রো প্রসেসিং শিল্প বিকাশে অনুকূল নীতি গ্রহণ করা, মেইড ইন বাংলাদেশ শিল্পের বিকাশের লক্ষ্যে নীতি সহায়তা ও ব্যবস্থা নিয়েছে রাজস্ব বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়