ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দরা এলাকায় পারিবারিক কলহের জেরে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রোববার সকালে বিষ পান করলে পরে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
[৩] নিহত ব্যক্তি হলেন, নওগাঁর মান্দা থানার নাপিতপাড়া এলাকার রবিন হোসেনের স্ত্রী আছিয়া বেগম (২৪)।
[৪] এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আছিয়া বেগম দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দরা এলাকায় ফজলুর রহমানের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকুরি করতেন। রোববার সকালে পারিবারিক কলহের জেরে তিনি বিষ পান করেন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
[৫] কালিয়াকৈর থানার এসআই রকিবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশটি মর্গে পাঠানো হয়েছে।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস