মাজহারুল ইসলাম : [২] সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ফের প্রাণ হারালেন দারিক মণ্ডল এক ভারতীয় জেলে। তার সন্ধান মেলেনি এখনও। এ ঘটনায় কোনোভাবে প্রাণে বাঁচলেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গোসাবার লাহিড়ীপুর গ্রামে। ঢাকাপোস্ট
[৩] ঘটনার দিন সকালে নারীসহ ২ জনকে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দারিক মণ্ডল। সেখানে কাঁকড়া ধরার সময় ওই ৩ জেলের ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে নৌকা থেকে দারিক মণ্ডলকে তুলে নিয়ে যায় রয়েল বেঙ্গল টাইগার। নৌকা থাকা বাকি ২ জনের চোখের সামনেই ওই জেলেকে নিয়ে জঙ্গলে চলে যায় বাঘটি।
[৪] এখনও পর্যন্ত দারিক মণ্ডল দেহের সন্ধান মেলেনি। তল্লাশি চালাচ্ছে ভারতের বন দফতর। জেলেদের দলটি গভীর জঙ্গলে ঢোকার অনুমতি ছিল কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সুন্দরবনে কাঁকড়া কিংবা মাছ ধরতে গিয়ে প্রায় বাঘের হামলার মুখে পড়তে হয় জেলেদের।