শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয়বারের মতো অনাস্থা ভোটে উতরে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

লিহান লিমা:[২]শনিবার থাই পার্লামেন্টে আনা অনাস্থা ভোট থেকে উৎরে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা এবং ৫ মন্ত্রী। ভোটের পর নিজকে আত্মবিশ্বাসী লাগছে বলে জানিয়েছেন প্রায়ুথ। সিএনএ

[৩]প্রায়ুথের পক্ষে ২৬৪ এবং বিপক্ষে ২০৮ ভোট পড়েছে। একই পদ্ধতিতে নিন্দা প্রস্তাব থেকে বেঁচে যান স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলসহ চার ক্যাবিনেট মন্ত্রী। প্রায়ুথকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের প্রয়োজন ছিলো ৪৮২টি পার্লামেন্ট ভোটের মধ্যে ২৪২টি ভোট।

[৪]গত চারদিন ধরে থাই পার্লামেন্টের অনেক আইনপ্রণেতার প্রায়ুথের সরকারের বিরুদ্ধে করোনা মহামারি পরিস্থিতি অপব্যবহারের অভিযোগ আনেন এবং দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির জন্য তার কঠোর সমালোচনা করেন। সরকার আগাম টিকার অর্ডার না দেওয়ায়, টিকাকরণ থেকে পিছিয়ে থাকা এবং কোভ্যাক্সে যোগ না দেয়ার সিদ্ধান্তে প্রবল সমালোচিত হয়।

[৫]প্রায়ুথ নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো অনাস্থা ভোটে উৎরে গিয়েছেন তিনি। এদিকে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা শনিবার পুনরায় বিক্ষোভের পরিকল্পনা করেছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে সরকার ও রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ আরো সহিংস হয়ে উঠছে। বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ও আতশবাজি নিক্ষেপ করেছে।

[৬]থাইল্যান্ডে ১২ লাখের বেশি করোনা সংক্রমিত হয়েছে, মারা গেছে ১২ হাজারের বেশি। এর বেশিরভাগই হয়েছে এপ্রিল থেকে ছড়ানো ডেল্টা ধরণের কারণে। এখন পর্যন্ত দেশটির ৬ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে ১৩ শতাংশকে টিকা দেয়া হয়েছে।

[৭] সরকার তৃতীয়বারের মতো ২০২১ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধিও পূর্বাভাস ১.৫-২.৫ শতাংশ থেকে ০.৭-১.২ শতাংশে নামিয়ে এনেছে। গত বছর দেশটির অর্থনীতি ৬.১ শতাংশ সংকুচিত হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়