শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয়বারের মতো অনাস্থা ভোটে উতরে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

লিহান লিমা:[২]শনিবার থাই পার্লামেন্টে আনা অনাস্থা ভোট থেকে উৎরে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা এবং ৫ মন্ত্রী। ভোটের পর নিজকে আত্মবিশ্বাসী লাগছে বলে জানিয়েছেন প্রায়ুথ। সিএনএ

[৩]প্রায়ুথের পক্ষে ২৬৪ এবং বিপক্ষে ২০৮ ভোট পড়েছে। একই পদ্ধতিতে নিন্দা প্রস্তাব থেকে বেঁচে যান স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলসহ চার ক্যাবিনেট মন্ত্রী। প্রায়ুথকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের প্রয়োজন ছিলো ৪৮২টি পার্লামেন্ট ভোটের মধ্যে ২৪২টি ভোট।

[৪]গত চারদিন ধরে থাই পার্লামেন্টের অনেক আইনপ্রণেতার প্রায়ুথের সরকারের বিরুদ্ধে করোনা মহামারি পরিস্থিতি অপব্যবহারের অভিযোগ আনেন এবং দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির জন্য তার কঠোর সমালোচনা করেন। সরকার আগাম টিকার অর্ডার না দেওয়ায়, টিকাকরণ থেকে পিছিয়ে থাকা এবং কোভ্যাক্সে যোগ না দেয়ার সিদ্ধান্তে প্রবল সমালোচিত হয়।

[৫]প্রায়ুথ নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো অনাস্থা ভোটে উৎরে গিয়েছেন তিনি। এদিকে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা শনিবার পুনরায় বিক্ষোভের পরিকল্পনা করেছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে সরকার ও রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ আরো সহিংস হয়ে উঠছে। বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ও আতশবাজি নিক্ষেপ করেছে।

[৬]থাইল্যান্ডে ১২ লাখের বেশি করোনা সংক্রমিত হয়েছে, মারা গেছে ১২ হাজারের বেশি। এর বেশিরভাগই হয়েছে এপ্রিল থেকে ছড়ানো ডেল্টা ধরণের কারণে। এখন পর্যন্ত দেশটির ৬ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে ১৩ শতাংশকে টিকা দেয়া হয়েছে।

[৭] সরকার তৃতীয়বারের মতো ২০২১ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধিও পূর্বাভাস ১.৫-২.৫ শতাংশ থেকে ০.৭-১.২ শতাংশে নামিয়ে এনেছে। গত বছর দেশটির অর্থনীতি ৬.১ শতাংশ সংকুচিত হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়