শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ থেকে ১৫ বছর বয়সী সুস্থ শিশুদের টিকা না দেয়ার পরামর্শ ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের

লিহান লিমা: [২]ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন সম্পর্কিত যৌথ কমিটি জেসিভিআই) এর সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে এই বয়সীদের কোভিড টিকা নেয়া উচিত নয়। এই সঙ্গে সরকারকে শিক্ষার ওপর ভাইরাসের সমস্যার প্রভাবও বিবেচনা করতে বলা হয়েছে।

[৩]তবে চূড়ান্তভাবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়ার পূর্বে ব্রিটেনের চারজন প্রধান মেডিক্যাল অফিসার বিষয়টি আরো তদন্ত করবেন। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তারা ক্লিনিক্যাল এন্ড পাবলিক হেলথেল বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন। এরপর ১২ থেকে ১৫ বছর বয়সী সুস্থ শিশুদের জন্য গণটিকা কর্মসূচী নেয়া উচিত হবে কি না তা নিয়ে মন্ত্রীদের পরামর্শ দেবেন।

[৪] ইতোমধ্যেই দেশটির ফার্মাসিউটিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) ১২ বা তার বেশি বয়সীদের জন্য ফাইজার এবং মর্ডানার টিকার অনুমোদন দিয়েছে।

[৫] ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকেই ১২-১৫ বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু হবে এবং ইংল্যান্ডের প্রধান মেডিক্যাল অফিসার ক্রিস হুইটি এ বিষয়ে সবুজ সংকেত দেবেন।

[৬] এদিকে ব্রিটেনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বারবার শিক্ষার্থীদের সময়ক্ষেপণ হচ্ছে বলে সতর্ক করেছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এমন কোনো সিদ্ধান্ত যেনো না নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়