সুজন কৈরী : [২] ঢাকা জেলার সাভারের আমিন বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ও অস্ত্র বিক্রেতা মুরাদ হোসেনকে (৩১) আটক করেছে র্যাব-৪। তার কাছ থেকে ১টি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
[৩] র্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মুরাদ দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আগেও তিনি একাধিক দেশিয় অস্ত্র অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে অর্থের বিনিময়ে বিক্রয় করেছেন।
[৪] মুরাদ নিজের সাথে সব সময় অস্ত্র ও গুলি বহন করতেন এবং এলাকার বিভিন্ন নিরিহ মানুষকে অস্ত্র প্রদর্শনসহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করছিলেন।
[৫] অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে জোর করে চাঁদা দাবি করতেন এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে মারধরসহ গুরুতর জখম করে তার কাছ থেকে জোর করে চাঁদার টাকা আদায় করতেন।
[৬] মুরাদ মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোনও কথা বলতে সাহস করতো না। কেউ তার বিরুদ্ধে কোনও অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখাতেন।