শিমুল মাহমুদ ও মিনহাজুল আবেদীন: [২] ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] এর আগে, ৬ মে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিলো। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারকার্যক্রম বন্ধ থাকায় এ দিন চার্জ গঠন শুনানি হয়। আদালতের বিচারিক কার্যক্রম স্বাভাবিক হওয়ায় বিচারক নতুন এ দিন ধার্য করেন।
[৪] গত ১৮ মার্চ মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা যাওয়ায় আইনজীবী আদালতকে অবহিত করেন। এরপর গত ২৫ মার্চ গুলশান থানা পুলিশ আদালতে মওদুদের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন দাখিল করেন। সম্পাদনা: হাসান হাফিজ