সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেশ কিছুদিন ধরে বাড়ির ছাদে, ঘরের চালে ও গাছের ডালেসহ বিভিন্নস্থানে দেখা মিলছে ক্ষুদার্ত একটি হনুমানের। খাদ্য ও নিজের নিরাপত্তায় জন্য একস্থান থেকে আরেকস্থানে দাঁপিয়ে বেড়াচ্ছে । অবশেষে হনুমানটি হাঁপিয়ে গিয়ে নিজেকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায়।
[৩] জানা যায়, বেশকিছুদিন থেকেই উপজেলার বিভিন্ন স্থানে দেখা মিলছে ক্ষুদার্ত এক হনুমানের। হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে, প্রাণের ভয়ে লাফালাফি করে নিজের স্থান পরিবর্তন করছে সে। খাবার ও নিরাপদ স্থানের খোঁজে অবশেষে হনুমানটি আশ্রয় নিয়েছে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় ।
[৪] বুধবার বোয়ালমারী উপজেলার নিউ মডেল স্কুলের সামনে দেখা যায়, একটি হনুমান ওয়ালের ওপরে উঠে বসে আছে। কিছু উৎসুক জনতার নানাপ্রকার খাবার দিচ্ছে । খিদে পেলে ওয়ালের বা উচু স্থান থেকে নিচে নেমে খাবার সন্ধানে আশপাশে ঘুরে এসে আবারো উঠে যাচ্ছে সুবিধা মত ওপরে।
[৫] কামারগ্রামের নুরুল ইসলাম জানান, ‘গত ২৯ আগস্ট হঠাৎ একটি হনুমানের ওয়াদা মোড়ে দেখা যায় । প্রায় ৩০ মিনিট অবস্থান করেছিল হনুমানটি। তাকে দেখতে ছুটে আসে আশপাশের গ্রামের শতশত মানুষ। মানুষের কোলাহলে আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে যায় হনুমানটি।
[৬] দেখতে আসা কুদ্দুস মোল্লা জানান, চারিদিকে উৎসুক জনতার কোলাহলে আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করছে। কোথাও নিজেকে নিরাপদ মনে করছে না হনুমানটি। ‘গত ২৯ তারিখে প্রথম ওয়াদা মোড়ে দেখা যায় হনুমানটিকে। সে বর্তমানে বোয়ালমারী উপজেলার মহিলা কলেজ মোড় এলাকায় একটি গাছে রয়েছে। সে নেমে আশপাশের এলাকায় ঘুরে ফিরে আবারো এসে বিভিন্ন বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছে। হনুমানটির জন্য অনেক রুটি সহ বিভিন্ন ফল খাবার দিচ্ছে ।
[৭] সরেজমিনে দেখা গেছে, হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়। জনসাধারণ আদর করে নানা ধরনের খাবার দিচ্ছে, কেউ রুটি, কলা, বিস্কুট ।কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করছেন। আবার কেউবা কারণে-অকারণে প্রণিটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছেন।