শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় হত্যা মামলায় দুইজনের ফাঁসি

আবুল কালাম : [২] পাবনার ঈশ্বরদীতে  ভটভটি চালক আবু বক্কার মন্ডল(৩৫)হত্যা মামলায় রব্বেল হোসেন(৪০) ও রুবেল হোসেন(৩০) নামের দুইজনকে ফাঁসি এবং রফিকুল(৩০) ও শিপন(৩২) নামের দুইজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন পাবনা জেলা ও দায়রা জজ মো: আসাদুজ্জামান। বুধবার বিকেলে বিচারক এই রায় প্রদান করেন।

[৩] নিহত আবু বক্কার মন্ডল ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের ছকির মন্ডলের ছেলে। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলো, ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের নুরু সাহার ছেলে রব্বেল ও মুসুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুবেল।

[৪] মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ এপ্রিল তারিখে ভুডভুডি গাড়ি ভাড়ার করার কথা বলে রাতে বক্কারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রের পাশে একটি জংগলে ফেলে ভুডভুডি গাড়িটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বক্কারের স্ত্রী সুমিতা বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাত নামীয় আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

[৫] পরে পুলিশ সন্দেহবশত: রব্বেল, রুবেল, রফিকুল ও শিপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিকেলে বিচারক মো: আসাদুজ্জামান অভিযুক্ত আসামিদের মধ্যে রব্বেল ও রুবেলকে হত্যার সাথে সরাসরি জড়িত থাকায় তাদেরকে ফাঁিসতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এএসময় রাব্বি নামের একজনকে বিনাদোষে বেকুসুর খালাস দেন।

[৫] রায় ঘোষণার সময় সরকারি পক্ষের আইনজীবি পিপি এডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামি পক্ষের আইনজীবি এডভোকেট আবুল কালাম আজাদ রিন্টু ও এডভোকেট তোরাপ আলী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়