শিরোনাম
◈ বিশ্বকাপের আগে ‘দুর্বল’ দেশগুলোকে নিয়ে সি‌রিজ ফুটবল আয়োজনে ফিফা ◈ ইং‌লিশ লি‌গে ন‌টিংহ‌্যা‌মের কা‌ছে পরা‌জিত লিভারপুল ◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় হত্যা মামলায় দুইজনের ফাঁসি

আবুল কালাম : [২] পাবনার ঈশ্বরদীতে  ভটভটি চালক আবু বক্কার মন্ডল(৩৫)হত্যা মামলায় রব্বেল হোসেন(৪০) ও রুবেল হোসেন(৩০) নামের দুইজনকে ফাঁসি এবং রফিকুল(৩০) ও শিপন(৩২) নামের দুইজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন পাবনা জেলা ও দায়রা জজ মো: আসাদুজ্জামান। বুধবার বিকেলে বিচারক এই রায় প্রদান করেন।

[৩] নিহত আবু বক্কার মন্ডল ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের ছকির মন্ডলের ছেলে। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলো, ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের নুরু সাহার ছেলে রব্বেল ও মুসুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুবেল।

[৪] মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ এপ্রিল তারিখে ভুডভুডি গাড়ি ভাড়ার করার কথা বলে রাতে বক্কারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রের পাশে একটি জংগলে ফেলে ভুডভুডি গাড়িটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বক্কারের স্ত্রী সুমিতা বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাত নামীয় আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

[৫] পরে পুলিশ সন্দেহবশত: রব্বেল, রুবেল, রফিকুল ও শিপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিকেলে বিচারক মো: আসাদুজ্জামান অভিযুক্ত আসামিদের মধ্যে রব্বেল ও রুবেলকে হত্যার সাথে সরাসরি জড়িত থাকায় তাদেরকে ফাঁিসতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এএসময় রাব্বি নামের একজনকে বিনাদোষে বেকুসুর খালাস দেন।

[৫] রায় ঘোষণার সময় সরকারি পক্ষের আইনজীবি পিপি এডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামি পক্ষের আইনজীবি এডভোকেট আবুল কালাম আজাদ রিন্টু ও এডভোকেট তোরাপ আলী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়