নেয়ামূল হক: [২] মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ সদস্যরা। মো. আলম মিয়া কুমিল্লা জেলার চান্দিনা থানার বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে।
[৩] মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতুইতলা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
[৪] আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, পিকাপে করে কুমিল্লা থেকে আম পরিবহনের জন্য ব্যবহৃত আমের (ঝুড়িতে) ৪০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন ঢাকায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বালুয়াকান্দি হাঁস পয়েন্ট এলাকায় পিকাপটি দুর্ঘটনার শিকার হয়। পরে পিকাপটি মহাসড়ক সংলগ্ন তেতুইতলা ডাম্পিং এলাকায় পার্কিং করে রাখা হয়।
[৫] দুর্ঘটনার চারদিন পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে পিকাপ ভ্যানে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যানের মালিক মো. আলম মিয়া কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন। সম্পাদনা: হ্যাপি