হ্যাপি আক্তার: [২] ময়মনসিংহে কমে আসছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একজন করোনা শনাক্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা ৪ জন, জামালপুরের একজন রয়েছেন। আর টিভি, ডেইলি বাংলাদেশ
[৩] বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।
[৪] মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন নারী এবং ৪ জন পুরুষ। গত আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
[৫] করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নূরুল ইসলাম (৬৫)। এছাড়াও ময়মনসিংহ গৌরীপুর উপজেলার রাজিয়া সুলতানা (৮০), ভালুকা উপজেলার রুবেল (৩৬), গফরগাঁও উপজেলার হীরা (৬০) এবং জামালপুর সদরের হাতেম আলী (৭২) করোনা উপসর্গে মারা যান।
[৬] করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১০ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
[৭] সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬১২ টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.৪১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৪ জন।